কুয়েতে মসজিদে হামলা, নিহত ১৩
আন্তর্জাতিক ডেস্ক : কুয়েতের একটি শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলা চালিয়ে অন্তত ১৩ জনকে হত্যা করেছে ইসলামিক স্টেট জঙ্গিরা। শুক্রবার কুয়েত সিটির আল ইমাম আল সাদেক মসজিদে জুমার নামাজের সময় হামলাটি করা হয়। সৌদি আরবের নজদ প্রদেশ সংশ্লিষ্ট একটি আইএস গ্রুপ এ হামলার দায় স্বীকার করেছে। ওই গ্রুপ জানায়, আবু সুলেইমান আল মুওয়াহহিদ নামে এক ব্যক্তি হামলাটি চালিয়েছেন।
হাসপাতাল কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, হামলায় অন্তত ১৩ জন নিহত ও ২৫ জন আহত হয়েছেন। গত মাসে সৌদি আরবের নজদ প্রদেশেও এ ধরনের হামলা চালায় আইএস।
গত ১৭ জুন ইয়েমেনের পাঁচটি মিয়া মসজিদে শুক্রবারের জুমার নামাজের সময় একযোগে আত্মঘাতী বোমা হামলা চালিয়ে ৩০ জনকে হত্যা করে আইএস জঙ্গিরা। এসব হামলায় আহত হন অর্ধশতাধীক শিয়া মুসলিম।