Connecting You with the Truth

কেনিয়ায় আরও হামলার হুমকি আল-শাবাবের

A relative is assisted by Red Cross staff as bodies of the students killed in Thursday's attack by gunmen, arrive at the Chiromo Mortuary in Nairobiআন্তর্জাতিক ডেস্ক:

সোমালিয়ার সন্ত্রাসীগোষ্ঠী আল-শাবাব বৃহস্পতিবার কেনিয়ার বিশ্ববিদ্যালয়ে হামলা  চালিয়ে ১৪৮জনকে হত্যার পর নতুন করে দেশটিতে হামলার হুমকি দিয়েছে। শনিবার দেয়া এক বিবৃতিতে দলটি কেনিয়ার জনগণকে হুশিয়ারি দিয়ে বলেছে, তাদের ‘শহরগুলি রক্তে রঞ্জিত করা হবে।’ বৃহস্পতিবার কেনিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় গারিসা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হামলা চালায় আল শাবাব। ওই হামলায় ১৪৮ জন নিহত হয়। এদের মধ্যে ১৪২ জনই ছাত্র। এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো কেনিয়ায়। বিবৃতিতে কেনিয়ার জনগণকে  উদ্দেশ্য করে বলা হয়, ‘কোন নিরাপত্তা বা পূর্ব সতর্ক ব্যবস্থা তোমাদের জীবনের নিরাপত্তা দিতে পারবে না। আরেকটি হামলা প্রতিহত কর অথবা তোমাদের শহরে হতে যাওয়া আরেকটি রক্তবন্যা ঠেকাও।’ গারিসা বিশ্ববিদ্যালয়ে আল-শাবাবের চার যোদ্ধার হামলার ধরণ দেখে বিশ্লেষকরা বলছেন, খুবই পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। আল-শাবাব দাবি করেছে তাদের বিরুদ্ধে কেনিয়ার সেনাবাহিনী যে অভিযান চালাচ্ছে তার প্রতিশোধ হিসেবেই এ হামলা চালানো হয়েছে।

Comments
Loading...