Connecting You with the Truth

কোরআন বিরোধী আইন করবে না সরকার-সংসদে আইনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি :  আইন, বিচার ও সংসদ-বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, সরকার কোরআন ও সুন্নাহবিরোধী কোন আইন না করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। এ জন্য ওয়ারিশদের মধ্যে সম্পত্তি বিলি-বণ্টনের বিষয়ে মুসলিম উত্তরাধিকার আইনে কোন ধরনের সংশোধনী আনার পরিকল্পনা সরকারের নেই বলেও জানান মন্ত্রী।  তিনি মঙ্গলবার সংসদে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

এ বিষয়ে করা প্রশ্নে জাতীয় পার্টির শওকত চৌধুরী জানতে চান, কোন ব্যক্তির ছেলে সন্তান না থাকলে এবং তিনি এক বা একাধিক কন্যা সন্তান রেখে মারা গেলে তার সম্পত্তির তিন ভাগের এক ভাগ ওই কন্যা সন্তানের চাচা বা চাচাতো ভাইয়েরা পাবে। প্রচলিত স্লোগান ‘ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তানই যথেষ্ট’। এ ক্ষেত্রে দুটি সন্তানই মেয়ে হলে তারা তিন ভাগের এক ভাগ সম্পত্তি থেকে বঞ্চিত হচ্ছে। বিদ্যমান এই আইন পরিবর্তনের কোন পরিকল্পনা সরকারের আছে কি না জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, মুসলিম পারিবারিক আইন অনুযায়ী কন্যা সন্তানদের জন্য নির্ধারিত অংশ তারা পাচ্ছেন। যেহেতু মুসলিম পারিবারিক আইনে এই বিলি-বণ্টনের কথা বলা আছে, তাই সরকারের ভিন্ন কোন সিদ্ধান্ত নেই।

Comments