কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত
স্পোর্টসডেস্ক: অপরাজিত থেকে গ্রুপসেরা হয়েছে কিউইরা। কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। তারা পাঁচ ম্যাচের সবকটিতে জিতে পুল ‘বি’র পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে। গ্রুপ পর্বের ম্যাচ শেষ হতে এখনও বাকী। তবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হওয়ায় এরই মধ্যে ঠিক হয়ে গেছে কোয়ার্টার ফাইনালের মাঠও। মুশফিক-মাশরাফিদের খেলতে হবে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে। আগামী ১৮ মার্চ ভারতের বিরুদ্ধে বিখ্যাত মেলবোর্নে সেমির লড়াইতে মাঠে নামবে টিম টাইগার্স।