Connecting You with the Truth

ক্যাটরিনার প্রশংসা করলেন আনুশকা শর্মা

b-3
বিনোদন ডেস্ক:
দু’জনই খ্যাতির চূড়ায়। ক্যাটরিনা কাইফ ও আনুশকা শর্মা মানেই ছবি সুপারহিট বলতে গেলে। দু’জনের মধ্যে তাই রেষারেষি, দ্বন্দ্ব, প্রতিযোগিতা থাকবে; সেটাই তো স্বাভাবিক। তাই না? কিন্তু ঘটনা উল্টো। দ্বন্দ্ব নয়, বরং বন্ধুত্বে বিশ্বাসী তারা। সম্প্রতি এক সাক্ষাৎকারে আনুশকা এমনটাই বলেছেন। তিনি জানিয়েছে, তার সবচেয়ে প্রিয় কো-স্টার ক্যাটরিনা কাইফ। ২৬ বছর বয়সী এই অভিনেত্রী এ-ও বলেছেন, ‘আমার ও ক্যাটরিনার মধ্যে বেশ ভালো সম্পর্ক। সে সত্যিই খুব ভালো মনের মেয়ে। ক্যাট মুখে যা বলে, মনের মধ্যেও ঠিক সেটাই থাকে।’ তবে শুধু ক্যাটের সঙ্গে নয়। বলিউডের অন্যান্য নায়িকাদের সঙ্গেও ভালো সম্পর্ক বজায় রাখতে চান আনুশকা। তিনি মনে করেন, নিজেদের মধ্যে অকারণ রেষারেষি করার কোনও মানে হয় না। তাইতো ‘কুইন’ দেখার পর তিনি যেমন ফোন করেছিলেন কঙ্গনাকে, ঠিক তেমনি ‘ককটেল’ দেখে ফোনে অভিনন্দন জানিয়েছিলেন দীপিকাকে। ক্যাটরিনা ও আনুশকা একসঙ্গে অভিনয়ও করেছেন একই ছবিতে। যশ চোপড়ার শেষ ছবি ‘যব তক হ্যায় জান’-এ একসঙ্গে দেখা গেছে এ দুই বলিউড কুইনকে।

Leave A Reply

Your email address will not be published.