Connecting You with the Truth

ক্যান্সার রুখতে বেশি বেশি ধুমপান করুন!

cigarette

অনলাইন ডেস্ক: সিগারেট খেলে হতে পারে ফুসফুসে ক্যান্সার, এ কথা বেশ কিছু ব্র্যান্ডের সিগারেটের প্যাকেটেই লেখা থাকে। এই অবস্থায় একদল গবেষক বলছেন, ক্যান্সার রুখতে চাইলে বেশি বেশি ধুমপান করুন!
ই-লাইফ নামের এক জার্নালে প্রকাশিত এক আর্টিকেলে ওই দাবি করেছেন অস্ট্রেলিয়ার গবেষকরা। তাদের ভাষ্য, ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে একটি শক্তিশালী অস্ত্র হতে পারে তামাক!
ওই গবেষণায় নেতৃত্ব দিয়েছেন অস্ট্রেলিয়ার গবেষক মার্ক হুলেট। তার দাবি, ক্যান্সারের সবচেয়ে বড় শত্রু হলো তামাক। আর সেই কারণে ক্যান্সার রুখতে আরও বেশি করে সিগারেট বা তামাক জাতীয় দ্রব্য খাওয়া উচিত।
হুলেটের ভাষ্য, তামাক খেলে ক্যান্সারের জীবাণু থমকে যায়। কারণ, তামাকের মধ্যে রয়েছে এনওডি-১। আর ওই এনওডি-১-ই ক্যান্সার আক্রান্ত কোষের ছড়িয়ে পড়া রুখে দেয়।
ই-লাইফে প্রকাশিত আর্টিকেলে বলা হয়েছে, তামাকের এনওডি-১ ক্যান্সার আক্রান্ত কোষ খুঁজে নিয়ে তাকে ধ্বংস করে দেয়। আর সেটা করতে গিয়ে সুস্থ কোষগুলোকে সুস্থ রেখেই যাবতীয় কাজ করে।

Comments
Loading...