Connecting You with the Truth

ক্রিকেট খেলবেন শাকিব খান

10704022_1612121745681564_3.gif
বিনোদন ডেস্ক:ঢাকার মিরপুরে অবস্থিত শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এতোদিন শুধু ক্রিকেটাররাই ক্রিকেট খেলতেন। সেই ধারা ভেঙে প্রথমবারের মতো কোন চলচ্চিত্র অভিনেতা ক্রিকেট খেলতে যাচ্ছেন। আগামী শনিবার এই স্টেডিয়ামে ক্রিকেট খেলবেন চিত্রনায়ক শাকিব খান। এমনটিই জানিয়েছেন নির্মাতা সাফি উদ্দিন সাফি। এ নির্মাতা ২৭ সেপ্টেম্বর মিরপুরে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তার নতুন চলচ্চিত্র ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী-২’ এর জন্য ক্রিকেট খেলার একটি দৃশ্য ধারণ করবেন। এ উপলক্ষে সব আয়োজন প্রায় শেষ করে এনেছেন পরিচালক সাফি। ঐ দিন এ চলচ্চিত্রের নায়িকা জয়া আহসান, আরেক অভিনেতা ইমনও উপস্থিত থাকবেন। এ প্রসঙ্গে পরিচালক সাফি উদ্দিন সাফি বলেন, ‘স্টেডিয়ামে মূলত একটি ক্রিকেট
ম্যাচে অংশ নিবেন শাকিব। একারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে অনুমতি চেয়ে আবেদন করেছি। দু’একদিনের মধ্যেই অনুমতি পেয়ে যাব।’ তিনি আরো বলেন, ‘ঢাকায় ছবিটির চিত্রধারণের কাজ শেষ হলে পর্যায়ক্রমে হায়দরাবাদ, কাশ্মীর, লাদাখসহ ভারতের বিভিন্ন লোকেশনে এর শুটিং হবে।’ জানিয়ে রাখা ভালো যে, ১৬ সেপ্টেম্বর মহরতের মাধ্যমে সাফি উদ্দিন সাফি পরিচালিত ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী ২’ ছবিটির শুটিং শুরু হয়। এই ছবিতে শাকিব খানকে একজন ক্রিকেটার হিসেবে উপস্থাপন করা হবে। তার বিপরীতে রয়েছেন জয়া আহসান। এছাড়াও অভিনেতা ইমনকেও একজন ক্রিকেটার হিসেবে দেখা যাবে এ চলচ্চিত্রে। ফ্রেন্ডস ফিল্মস-এর প্রযোজনায় ছবিটির কাহিনী, সংলাপ লিখেছেন রুম্মান রশীদ খান। গানগুলো লিখেছেন কবির বকুল ও সংগীত পরিচালনা করছেন শওকত আলী ইমন।


Comments
Loading...