Connecting You with the Truth

ক্লাস-পরীক্ষার দাবিতে রাবি ছাত্রলীগের মানববন্ধন

রাজশাহী প্রতিনিধি:
২০ দলীয় জোটের ডাকা টানা অবরোধ ও অনিয়ন্ত্রিত হরতালে অঘোষিতভাবে বন্ধ হওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্লাশ-পরীক্ষা চালু রাখার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
গত কাল বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে উপাচার্য ভবনের সামনে রাবি শাখা ছাত্রলীগের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
রাবি শাখা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খালিদ হাসান বিপ্লবের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর আ’লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জেড ইউ সরকার, কেন্দ্রীয় ছাত্রলীগের কার্যনির্বাহী সদস্য সাইদুল ইসলাম রুবেল, রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি রকি কুমার ঘোষ, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য ফিরোজ সরকার, রুয়েট ছাত্রলীগের সভাপতি তৌহিদুর রহমান হিমেল প্রমুখ।
অবৈধ হরতাল-অবরোধ ও অগ্নিসংযোগ করে মানুষ পোড়ানো রাজনীতির প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, বেগম জিয়া ক্ষমতার মসনদে বসার জন্য দেশের মেহনতি মানুষদের পুড়িয়ে হত্যা করছে। যাদেরকে পোড়ানো হচ্ছে তাদের অনেকেই জানে না রাজনীতি কি জিনিস। আ’লীগও হরতাল করেছিল, কিন্তু মানুষ পোড়ায় নি। মানুষ পোড়ানোর এই ঘৃণ্য রাজনীতি বন্ধের দাবি জানান বক্তারা।
রাবির ক্লাশ-পরীক্ষা চালু করার দাবিতে বক্তারা বলেন, ঢাকা, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোতে অবৈধ হরতাল-অবরোধ উপেক্ষা করেই ক্লাশ-পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। কিন্তু রাবি উপাচার্য ও উপ-উপাচার্যসহ এ প্রশাসন প্রগতিশীল ও আওয়ামীপন্থী হওয়ার পরেও অবরোধ সমর্থন করে ক্লাশ পরীক্ষা বন্ধ রেখেছে। এতে করে শিক্ষার্থীরা ভয়াবহ সেশনজটের মধ্যে পড়বে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নিয়ে রাবিতে শিক্ষা কার্যক্রম চালু করার দাবি জানান বক্তারা।

Comments
Loading...