Connecting You with the Truth

খানের পারফরম্যান্সে তিন কোটি রুপি!

b-9
বিনোদন ডেস্ক:
বলিউড তারকাদের প্রধান আয়ের একটা বড় অংশ তারা উপার্জন করে থাকেন বিভিন্ন অনুষ্ঠানে পারফর্ম করার মধ্য দিয়ে। আর এই স্টেজ শোতে বলিউড খানদের চাহিদা কেমন তা আমরা অনুমান করতেই পাড়ি। তবে একটি পারফরম্যান্সের বদলে ৩ কোটির বেশি পারিশ্রমিক! ভাবাই যায় না। বলিউডে ১০০ কোটি রুপির ক্লাবে সবচেয়ে বেশি ছবি রয়েছে সালমান খানের। জনপ্রিয়তায়ও সবার চেয়ে এগিয়ে রয়েছেন তিনি। তাই তাকে পেতে হলে মোটা অঙ্কের টাকা তো গুণতেই হবে। লন্ডনপ্রবাসী এক ব্যক্তি তার ব্যাঙ্কুয়েট হলের উদ্বোধন উপলক্ষে দুই দিনের অনুষ্ঠান আয়োজন করেছেন। তার পরিবারের ইচ্ছে, ফিতা কাটার পাশাপাশি এতে সালমান খান নাচবেন এবং তাদের সঙ্গে আড্ডা দেবেন। আর তাকে সম্মানী হিসেবে দেয়া হবে সাড়ে ৩ কোটি রুপি। তাদের প্রস্তাবে বলিউডের এ অভিনেতা রাজিও হয়েছেন।



Comments
Loading...