Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালন না করার অভিযোগ, মানববন্ধনের ডাক

বরিশালের মুলাদী উপজেলার নাজিরপুর ইউনাইটেড কলেজে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্র ঘোষিত তিন দিনের শোক পালন না করার গুরুতর অভিযোগ উঠেছে। সরকারি নির্দেশনা অমান্য করে কলেজটিতে কালো পতাকা উত্তোলন, শোক ব্যানার স্থাপন বা কোনো ধরনের শোক কর্মসূচি পালন করা হয়নি বলে দাবি করেছেন স্থানীয় ও শিক্ষার্থীরা।

স্থানীয়দের অভিযোগ, রাষ্ট্রীয় নির্দেশনা থাকার পরও কলেজ কর্তৃপক্ষ তা উপেক্ষা করেছে। কলেজের বর্তমান সভাপতি জাহিদ হোসেন পনির এবং সাবেক সভাপতি ও সাবেক সচিব ইমদাদুল হক মজনুর নির্দেশেই শোক পালন করা হয়নি বলে অভিযোগ উঠেছে।

অভিযোগকারীরা জানান, সাবেক সভাপতি ইমদাদুল হক মজনু বিগত আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠভাজন ও আস্থাভাজন আমলা ছিলেন। এছাড়া বর্তমান সভাপতি জাহিদ হোসেন পনির স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান ও নৌকা প্রতীকের প্রার্থী আবু হাসনাত জাপানের আত্মীয়। রাজনৈতিক বিদ্বেষ থেকেই তারা রাষ্ট্রীয় শোক পালনে বাধা দিয়েছেন বলে স্থানীয়দের দাবি।

একটি শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে জাতীয় গুরুত্বপূর্ণ ঘটনায় রাষ্ট্রীয় নির্দেশনা অনুসরণ না করায় কলেজ কর্তৃপক্ষের ওপর ক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী। স্থানীয় শিক্ষার্থী শিবলু শিকদার বলেন, ‘সাবেক তিনবারের প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কলেজ কর্তৃপক্ষ শোক পালন না করায় আমরা গভীরভাবে মর্মাহত ও লজ্জিত। যারা ইচ্ছাকৃতভাবে রাষ্ট্রীয় নির্দেশ অমান্য করেছেন, তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’

কলেজ কর্তৃপক্ষের এমন উদাসীনতার প্রতিবাদে এবং জড়িতদের শাস্তির দাবিতে আগামীকাল রোববার (৪ জানুয়ারি ২০২৬) সকালে কলেজের সামনে মানববন্ধনের ডাক দিয়েছে নাজিরপুর ইউনিয়ন ছাত্রদল। স্থানীয় সচেতন মহল বিষয়টি তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

Leave A Reply

Your email address will not be published.