খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ভুয়া জন্মদিন পালন মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম মোহম্মদ মাজহারুল ইসলাম এই আদেশ দেন।
গত ৩১ আগস্ট সাংবাদিক নেতা গাজী জহিরুল ইসলাম বাদী হয়ে মুখ্য মহানগর হাকিম আদালতে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার পর আদালত খালেদা জিয়ার বিরুদ্ধে সমন জারি করে।
গত ২৭ অক্টোবর খালেদা জিয়ার বিরুদ্ধে জারি করা সমন ফেরত আসে। এরপর বাদীর আইনজীবী দুলাল মিত্র গ্রেফতারি পরোয়ানা জারির জন্য আদালতে আবেদন করেন। ঐ আবেদন শুনানির জন্য আজ দিন ধার্য ছিল। শুনানি শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত।
মামলার পরবর্তী শুনানি আগামী ২ মার্চ ধার্য করা হয়েছে।