খুলনার দাকোপে বর্ষিয়ান রাজনীতিবিদ শেখ আব্দুল হামিদের ১ম মৃত্যু বার্ষিকী অনুষ্ঠিত
দাকোপ অফিস:
দাকোপ উপজেলা জাতীয় পার্টির সভাপতি, বর্ষিয়ান রাজনীতিবিদ ও সদর ইউনিয়নের ৪০ বছরের চেয়ারম্যান শেখ আব্দুল হামিদের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দাকোপে জাতীয় পার্টি, মরহুমের পরিবার ও খুলনাস্থ দাকোপ সমিতি পৃথকভাবে দু’দিন ব্যাপি নানা কর্মসুচী পালন করছেন।
গত ১২ জুন শুক্রবার মরহুমের গ্রামের বাড়ী পানখালী ইউনিয়নের হোগলাবুনিয়া জামে মসজিদে পরিবারের উদ্যোগে বাদ জুম্মা মিলাদ মাহফিল -তাবারক বিতরন ও কবর জিয়ারাত করা হয়। একই দিনে জাতীয় পার্টি দাকোপ উপজেলা ও চালনা পৌরসভা যৌথ উদ্যোগে হোগলা বুনিয়া মরহুমের কবরে পুস্পস্তবক অর্পন, কবর জিয়ারাত করা হয়। অনুষ্ঠানে খুলনা জেলা জাপার সাবেক সভাপতি এ্যাডঃ মহানন্দ সরকার, খুলনা জেলা সম্মেলন বাস্তবায়ক কমিটির সদস্য নারায়ন সরকার, উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাডঃ সুভদ্রা সরকার, চালনা পৌরসভা জাতীয় পার্টির সভাপতি এ্যাডঃ কৃষ্ণপদ মন্ডল, উপজেলা সাধারণ সম্পাদ আজগর হোসেন ছাব্বির, শেখ শামীম হাসান, এম এম, মামুনুর রশিদ, আবুল হোসেনসহ জাপাও অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশগ্রহন করেন। গতকাল শনিবার সকালে জাতীয় পার্টি দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, কাল্ োব্যাজ ধারন, স্মরন সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। চালনা পৌরসভা জাতীয় পার্টির সভাপতি এ্যাডঃ কৃষ্ণপদ মন্ডল ও পৌর জাপার সাংগঠনিক সম্পাদক এস এম, মামুনুর রশিদের পরিচালনায় স্মরন সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন দাকোপ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শেখ আবুল হোসেন, বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা জাপার সভাপতি ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সুভদ্রা সরকার, উপজেলা জাপার সাধারণ সম্পাদক আজগর হোসেন ছাব্বির, মরহুমের বড় পুত্র বিশিষ্ট সমাজসেবক শেখ ছাব্বির আহম্মেদ, শামীম হাসান, বিশিষ্ট সজাজসেবক কে,এম কবির হোসেন, জোনাব আলী গাজী, অমলেন্দু রায়, আঃ গফুর সানা, আঃ খালেক ঢালী। বক্তৃতা করেন জালাল খান, মরহুমের ছোট ভাই শেখ হারুনুর রশিদ, পুত্র শাকিল আহম্মেদ দিলু, শেখ শামীম হাসান ডিকু, জাপানেতা আমিরুল গাজী,আবুল হোসেন, হুমায়ন কবির হিরা, মীর কামাল হোসেন বাদশা,জালাল মোড়ল, ছাত্রনেতা মোশারেফ হোসেন, লিমন, হারুনুর রশিদ, মাসুদুর রহমান, নুর ইসলাম গাজী, মাওঃ মানোয়ারুল হক। মিলাদ মাহফিল পরিচালনা করেন হেড কোয়াটার জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মোঃ শাহ আলম মীর। উল্লেখ্য তৎকালীন ১নং চালনা ইউনিয়নের দীর্ঘ ৪০ বছরের চেয়ারম্যান, মরহুম শেখ আব্দুল হামিদ দাকোপ গড়ার কারিগার, চালনা পৌরসভা প্রতিষ্ঠা আন্দোলনের সভাপতি, অসংখ্য শিক্ষা ও সামজিক প্রতিষ্ঠান, রাস্তা ঘাট,নির্মান তথা উপজেলা সদরের সকল গুরুপূন স্থাপনা তার হাত দিয়ে সৃষ্টি, তিনি ২০১৪ সালে ১৩ জুন শেষ নিঃশ্বাস ত্যাগের পূর্ব মুহুত পর্যন্ত খুলনা জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি ও দাকোপ উপজেলা জাতীয় পার্টির সভাপতির দায়িত্ব পালন করেন।