Connecting You with the Truth

রুপসায় হেযবুত তওহীদের জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন ও মতবিনিময়

Rupsa

খুলনা প্রতিনিধি: গতকাল শনিবার বিকেলে হেযবুত তওহীদের উদ্যোগে খুলনার রূপসায় জঙ্গিবাদবিরোধী মানববন্ধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ নং ওয়ার্ড রূপসা ঘাট শাখা আওয়ামী লীগের সহযোগিতায় এই কর্মসূচি পালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের খুলনা বিভাগীয় আমীর শেখ মনিরুল ইসলাম, ২২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো খেলাফত হাওলাদার, ২২ নং ওয়ার্ড আওয়ামী লীগের প্রচার সম্পাদক আ: জলিল শেখ, হেযবুত তওহীদের খুলনা জেলা আমীর জামাল মোহাম্মদ, ২২ নং ওয়ার্ড শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আলামিন ফরাজী, খুলনা মহানগর অটোবাইক শ্রমিক লীগের সহ-সভাপতি লোকমান মুন্সি প্রমুখ।
এর আগে সকাল ১০ টায় খুলনার লায়ন্স স্কুল এন্ড কলেজ মিলনায়তনে জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর আলী আকবর টিপু। কলেজের অধ্যক্ষ শেখ আব্দুস সামাদের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন শেখ হায়দার আলী, ফেরদৌস আলম ফরাজী, মোস্তফা আল মামুন, এস এম আকিল উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। হেযবুত তওহীদের পক্ষ থেকে অনুষ্ঠানে বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় আমীর শেখ মনিরুল ইসলাম।
এছাড়াও বেলা সাড়ে ১১ টায় খুলনার নিরালা আদর্শ বিদ্যালয়ে জঙ্গিবাদ-সন্ত্রাসবিরোধী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এ এন এম মইনুল ইসলাম নাসির। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ রেজাউল করিমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ২৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান শিকদার রাজু, হেযবুত তওহীদের খুলনা বিভাগীয় আমীর শেখ মনিরুল ইসলাম, অধ্যাপক শেখ সিরাজুল ইসলাম, ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহ্বায়ক এস এম এ রহিম, নিরালা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহবুব আলম, দৈনিক বজ্রশক্তির বিভাগীয় ব্যুরো প্রধান ডা. মো মাকসুদে মাওলা।

Comments
Loading...