Connecting You with the Truth

খুলনার সিনেমা হলের ভবিষ্যৎ কি?

khulna cienemaমোঃআলা‌মিন রা‌ব্বি,খুলনা সদর প্র‌তি‌নি‌ধিঃ
খুলনায় এ‌কের পর এক বন্ধ হ‌য়ে যা‌চ্ছে বি‌নোদন ধর্মী প্র‌তিষ্ঠান সি‌নেমা হল।  ইতি ম‌ধ্যে খু‌লনায় অব‌স্থিত  ২০ টি সি‌নেমা হ‌লের  ম‌ধ্যে ১৫ টি বন্ধ হ‌য়ে গে‌ছে। এর ম‌ধ্যে অস্তিত্ব হা‌রি‌য়ে‌ছে ২ টি সি‌নেমা হল। সচল থাকা বা‌কি ৫ টি হ‌লের কাজ চল‌ছে না চলার মত। এর ফ‌লে দিন দিন সং‌কুচিত হ‌য়ে পড়‌ছে খুলনার বি‌নোদ‌নের ক্ষেত্র।
সি‌নেমা হ‌লের সা‌থে সংযুক্ত ব্যা‌ক্তিরা বল‌ছে,‌ ডিস লাইন,‌ভি‌ডিও পাই‌রে‌সি, মান সম্মত ছ‌বি না হওয়া ও অশ্লিল ছ‌বি হওয়ার কার‌নে দিন দিন বি‌নোদন প্রে‌মী  মানুষ গু‌লো হ‌ল বিমূখী হচ্ছে।  এসব কার‌নেই লোকসা‌নের ঘা‌নি কাটা‌তে হল মা‌লিকরা হল গু‌লো বন্ধ কর‌তে বাধ্য হ‌চ্ছে। অনুসন্ধান ক‌রে জানা গে‌ছে,  কালাক্র‌মে খুলনায় ২০ টি সি‌নেমা হল গ‌ড়ে উঠে। এর ম‌ধ্যে শঙ্খ,‌ঝিনুক,‌সোসাই‌টি,‌বৈকা‌লি, পিকচার প্যা‌লেস্,সঙ্গীতা,‌চিত্রালী,জনতা, উল্লাসী‌নি,লিবা‌র্টি,‌মিনাক্ষী,স্টার, চুকনগ‌রের হিরা মন, ডুমু‌ড়িয়ার নাগমা(বর্তমা‌নে শঙ্খ মহল) ,তালা উপ‌জেলার ফাল্গুনী, পাইগাছার বাসুরী,রৃপসা উপ‌জেলার রৃপসাগর, ক‌পিলমু‌নির সোহাগ,‌সেন হা‌টির রৃপসা ও ফুলতলার শাপলা। এসব সি‌নেমা হলগু‌লোর ম‌ধ্যে বন্ধ হ‌য়ে গে‌ছে,      পিকচার প্যা‌লেস,‌ঝিনুক,‌মিনাক্ষী,উল্লাসী‌নি, ডুমুরিয়ার শঙ্খ মহল, হিরামন, বৈকালী, স্টার,‌ লির্বাটী,ফাল্গুনী,রৃপসাগর,বাসরী,‌ সোহাগ,সেনহা‌টির রৃপসা ও ফুলতলার শাপলা সম্পূর্ন বন্ধ হ‌য়ে গে‌ছে। অস্থিত্ব হা‌রি‌য়ে‌ছে স্টার ও বৈকালী। বর্তমা‌নে নগরী‌তে শঙ্খ, সঙ্গীতা, সোসাই‌টি , চিত্রালী ও জনতা এই ৫ টি হল চালু আছে। এসব চলু থাকা হল গু‌লোর কার্যক্রম চল‌ছে খু‌ড়ি‌য়ে খু‌ড়ি‌য়ে। আর এসব কার‌নেই সং‌কুচিত হ‌য়ে পর‌ছে বি‌নোদ‌নের ক্ষেত্র গু‌লো।  নগরীর শঙ্খ হ‌লে ছ‌বি দেখ‌তে আসা দর্শক দুই বন্ধু  হাসান ও জু‌য়েল জানায়, এক সময় হ‌লে প্রচুর ভির হত প‌রিবার নি‌য়ে ছ‌বি দেখ‌তে আস‌ত দূর দূরান্ত থে‌কে কিন্তু এখন অশ্লীল ছ‌বির প্রভাব পর‌ছে সি‌নেমা হল গু‌লো‌তে। আগের চে‌য়ে প‌রি‌বেশ নষ্ট হ‌য়ে গে‌ছে। তাছাড়াও  বাসায় ব‌সে মানুষ ডিস লাই‌নে ছ‌বি দেখ‌ছে, ইন্টার‌নেট থে‌কে ডাউন‌ লোড দি‌য়ে ঘ‌রে ব‌সে মানুষ নতুন ছ‌বি দেখ‌ছে। এ কার‌নে হল গু‌লো এখন দর্শক শুন্য।
এ ব্যাপা‌রে  শঙ্খ হ‌লের ব্যাবস্থাপনা প‌রিচালক আকবর হো‌সেন ব‌লেন, ভি‌ডিও পাই‌রে‌সি, অশ্লীল ছ‌বি ও মানসম্মত ছ‌বি না হওয়ায় দিন দিন দর্শক হল থে‌কে মুখ ফি‌রি‌য়ে নি‌চ্ছে।  যার ফ‌লে হল মা‌লিকরা দিন দিন ক্ষ‌তির মু‌খে প‌ড়ে  হল বন্ধ ক‌রে দি‌চ্ছে।
নগরীর পিকচার প্যা‌লেস হ‌লের ম্যা‌নেজার  মু‌জিবর রহমান জানায়, বর্তমা‌নে আধু‌নিক প্রযু‌ক্তির ফ‌লে মানুষ ঘ‌রে ব‌সে দে‌খে ফেল‌ছে নতুন মু‌ক্তি পাওয়া ছ‌বি। যার ফলে দর্শক সি‌নেমা হ‌লে আস‌তে চা‌চ্ছেন  না। এতে আয়ের তুলনায় ব্যায় বাড়‌ছে।  লোকসা‌নের মু‌খে প‌ড়ে মা‌লিকরা হলগু‌লো বন্ধ ক‌রে দি‌চ্ছে।

বাংলাদেশেরপত্র.কম/এডি/এমএম

Comments
Loading...