খুলনার সিনেমা হলের ভবিষ্যৎ কি?
মোঃআলামিন রাব্বি,খুলনা সদর প্রতিনিধিঃ
খুলনায় একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে বিনোদন ধর্মী প্রতিষ্ঠান সিনেমা হল। ইতি মধ্যে খুলনায় অবস্থিত ২০ টি সিনেমা হলের মধ্যে ১৫ টি বন্ধ হয়ে গেছে। এর মধ্যে অস্তিত্ব হারিয়েছে ২ টি সিনেমা হল। সচল থাকা বাকি ৫ টি হলের কাজ চলছে না চলার মত। এর ফলে দিন দিন সংকুচিত হয়ে পড়ছে খুলনার বিনোদনের ক্ষেত্র।
সিনেমা হলের সাথে সংযুক্ত ব্যাক্তিরা বলছে, ডিস লাইন,ভিডিও পাইরেসি, মান সম্মত ছবি না হওয়া ও অশ্লিল ছবি হওয়ার কারনে দিন দিন বিনোদন প্রেমী মানুষ গুলো হল বিমূখী হচ্ছে। এসব কারনেই লোকসানের ঘানি কাটাতে হল মালিকরা হল গুলো বন্ধ করতে বাধ্য হচ্ছে। অনুসন্ধান করে জানা গেছে, কালাক্রমে খুলনায় ২০ টি সিনেমা হল গড়ে উঠে। এর মধ্যে শঙ্খ,ঝিনুক,সোসাইটি,বৈকা
এ ব্যাপারে শঙ্খ হলের ব্যাবস্থাপনা পরিচালক আকবর হোসেন বলেন, ভিডিও পাইরেসি, অশ্লীল ছবি ও মানসম্মত ছবি না হওয়ায় দিন দিন দর্শক হল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। যার ফলে হল মালিকরা দিন দিন ক্ষতির মুখে পড়ে হল বন্ধ করে দিচ্ছে।
নগরীর পিকচার প্যালেস হলের ম্যানেজার মুজিবর রহমান জানায়, বর্তমানে আধুনিক প্রযুক্তির ফলে মানুষ ঘরে বসে দেখে ফেলছে নতুন মুক্তি পাওয়া ছবি। যার ফলে দর্শক সিনেমা হলে আসতে চাচ্ছেন না। এতে আয়ের তুলনায় ব্যায় বাড়ছে। লোকসানের মুখে পড়ে মালিকরা হলগুলো বন্ধ করে দিচ্ছে।
বাংলাদেশেরপত্র.কম/এডি/এমএম