Connecting You with the Truth

খুলনায় তিন দিনব্যাপী ‘উন্নয়ন মেলা-২০১৮’ উদ্বোধন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত রূপকল্প ২০২১ ও ২০৪১-এ উন্নত বাংলাদেশের প্রস্তাবনা এবং এসডিজিএস অর্জনের সাফল্য ও সিডিজিএসবাস্তবায়নে করণীয় বিষয় প্রান্তিকজনগোষ্ঠীর কাছে তুলে ধরার লক্ষ্যে খুলনা জেলা সার্কিট হাউস মাঠে শুরু হয়েছে উন্নয়ন মেলা-২০১৮। উন্নয়ন মেলা উপলক্ষে জাতীয় কর্মসূচীর আলোকে আজ বৃহস্পতিবার সকাল নয় টায় খুলনা হাদিসপার্ক থেকে বের করাহয় বর্নাট্য র্রেলি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল ১০টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ মেলার উদ্বোধন করেন ও উপস্থিত জনসাধারণের সাথে সরাসরি মতবিনিময় করেন। বিভাগীয় কমিশনার আমিন উল আহসান প্রধানমন্ত্রীকে খুলনার উন্নয়নের বহুমূখী কার্যক্রমের মধ্যে উল্লেখযোগ্য বিষয়গুলো প্রধানমন্ত্রীকে জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, খুলনা-২ আসনের সংসদ সদস্য মুহাম্মদ মিজানুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ, জেলা প্রশাসক আমিনুল আহসান,নির্বাহি প্রশাসক সার্বিক জাহাঙ্গীর আলম সহ বিভাগীয় ও জেলা পর্যায়ের ঊর্ধতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি এবং মিডিয়া কর্মীরা । পরে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলায় ১২০টি স্টলের মাধ্যমে সরকারি দপ্তর, সরকারি- বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান, এনজিওসমূহ তাদের উন্নয়নমূলক কার্যক্রমের প্রদর্শনী করে। মেলা প্রাঙ্গণে সেমিনার, আলোচনা সভা, শর্ট ফিল্ম    প্রদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের পাশাপাশি মেলাকে আকর্ষণীয় করতে মেলা প্রাঙ্গণে ছিলো পিঠা উৎসব, ফুড কর্নার, ওয়াইফাই সুবিধাসহ নানা ডিজিটাল সুবিধা। তাছাড়া শিক্ষার্থীদের অংশগ্রহণে রিয়েলিটি শো, রচনা প্রতিযোগিতা ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজনও করা হয়। আগামী ১৩ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে।

Comments
Loading...