খুলনায় ধর্ষনের বিচারের দাবিতে মানববন্ধন
আলামিন রাব্বি, খুলনা : খুলনায় কিশোরী ধর্ষনের বিচারের দাবিতে মানববন্ধন করা হয়। বৃহস্পতি বার (২০আগস্ট) সকালে নগরীর চর রৃপসা এলাকায় এ মানব বন্ধন করা হয়। বাংলাদেশ মানববাধিকার সংস্থা খুলনা জেলা শাখা ও ২২নং ওয়ার্ড শিশু সুরক্ষা কমিটির আয়োজনে সভাপতিত্ব করেন ২২নং ওয়ার্ড কমিশনার মাহাবুব কায়সার। মানবাধিকার বাস্থবায়ন সংস্থার খুলনা জেলার সমন্বয় কারী এ্যডভোকেট মোমিনুল ইসলামের পরিচালনায় মানব বন্ধনে বক্তব্য রাখেন সিটি কর্পোরেশনের সংরক্ষিত (৮) এর মহিলা কাউন্সিলর নাদিরা হোসেন তুলি, শিশু ফোরামের সভাপতি আসিফ এলাহি ও ধর্ষীতার মা। বক্তারা ধর্ষকের ফাসি দাবি করেন। একই সাথে ভবিষাৎ এরকম ঘটনা না ঘটে ও নারী শিশুর বিকাশে নির্যাতন বন্ধের দাবি করে। গত শুক্র বার (১৪আগস্ট) নগরীর রৃপসা ঘাটে খাবার হোটেলে এই শিশুকে ধর্ষন করা হয়। ঘটনায় অভিযুক্ত হোটেল মালিক রেজাকে আটক করে খুলনা সদর থানা পুলিশ।
বাংলাদেশেরপত্র/এডি/আর