Connecting You with the Truth

খুলনায় রা‌কিব হত্যা মামলার চার্জশীট আজ

রা‌কিব হত্যা মামলার চার্জ শীট আজখুলনা প্র‌তি‌নি‌ধিঃ মধ্যযুগীয় কায়দায় নির্যা‌তিত রা‌কিব হত্যা মামলার চার্জ শীট  মঙ্গল বার( ২৫ আগস্ট) আদাল‌তে দেয়া হ‌বে।  বেলা ১১টায় খুলনা মেট্রপ‌লিটন পু‌লিশ ক‌মিশনা‌রের স‌ম্মেলন ক‌ক্ষে এ চার্জশীট সম্প‌র্কে বিস্তা‌রিত জানান হ‌বে।  রা‌কিব হত্যা মামলার তদন্ত কর্মকর্তা খুলনা সদর থানার এসআই মোস্তাক এ ব্যাপর‌টি  নি‌শ্চিত কর‌ছে।  তি‌নি আরও জানান এজাহার ভুক্ত আসা‌মি শরীফ,‌মিন্টু ও বিউ‌টি বেগম আদাল‌তে  সীকা‌রো‌ক্তি মুলক জবান বন্দী দি‌য়ে‌ছে।  এ মামলায় ৪০ জ‌নের সাক্ষ্য নেয়া হ‌য়ে‌ছে।  ‌তিন জন প্রতাক্ষ্য‌দোসী জবান বন্দী দি‌য়ে‌ছেন।  গত ৩আগস্ট বিকা‌লে খুলনা নগরীর টুটপাড়া মো‌ড়ের  শরীফ মটরস্ না‌মের এক‌টি মটর সাই‌কেল গ্যা‌রে‌জে শিশু রা‌কিব কে নির্মম ভা‌বে পায়ু প‌থে কম‌প্রেশার মে‌শিন দি‌য়ে হাওয়া ডু‌কি‌য়ে হত্যা ক‌রে। এতে জ‌রিত থাকায় দোকা‌নের মা‌লিক শরীফ, তার সরযোগী মিন্টু ও শরী‌ফের মা বিউ‌টি বেগম কে এলাকা বাসী গনপিটু‌নি দি‌য়ে পু‌লি‌শে দেয়। ইতিম‌ধ্যে তারা আদাল‌তে ১৬৪ ধারায় স্বীবা‌রো‌ক্তি মুলক জবাণ বন্দী দেয়। মামলার আসামী গন এখন খুলনার কারাগ‌রে বন্দী আছে।

Comments
Loading...