Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

খুলশী থানা যুবদলের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৫ অনুষ্ঠিত

এম আর মিলন (ব্যুরো প্রধান চট্টগ্রাম):

‎গাছ লাগায় পরিবেশ বাঁচায় এই স্লোগান কে সামনে রেখে খুলশী থানা যুবদলের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৫ অনুষ্ঠিত হয়। খুলশী থানা যুবদলের উদ্যোগে এই কর্মসূচি আরো ২ মাস চলমান থাকবে বলে জানানো হয়।

‎১৬ই মে শুক্রবার নগরীর টাইগার পাস উত্তর আমবাগান আদর্শ কলোনি সমাজ কল্যাণ পরিষদ এর উদ্যোগে শতাধিক গাছে চারা রোপণ করা হয়।

‎ চট্টগ্রাম মহানগর ছাত্রদল যুগ্ম আহব্বায়ক মোঃ আরিফুর রহমান সঞালনায়, সভাপতিত্ব করেন  খুলশী থানা যুবদল এর সাবেক আহবায়ক হেলাল হোসেন হেলাল।উক্ত বৃক্ষরোপণ অনুষ্ঠানটি উদ্বোধন করেন চট্রগ্রাম মহানগর যুবদল সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি।

‎উক্ত বৃক্ষ রোপণ কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন
‎আজমল হুদা রিংকু,সাবেক সহ সভাপতি, যুবদল মহানগর,আমজাদুল হাসান সাবেক সহ সভাপতি, মহানগর ছাত্রদল,দেলোয়ার হোসেন মহসিন
‎সভাপতি, উত্তর আমবাগান আদর্শ কলোনি সমাজ কল্যাণ পরিষদ,মোঃরিয়াজুল ইসলাম কাজল
‎সংগঠন,খুলশী থানা যুবদল ও সাধারণ সম্পাদক,
‎উত্তর আমবাগান আদর্শ কলোনি সমাজ কল্যাণ পরিষদ জহিরুল হাসান জীবন,সভাপতি জিয়া মঞ্চ,জামিল হোসেন সাবেক যুগ্ম আহবায়ক, খুলশী থানা যুবদল,মোঃ মূসা, জামাল, আকাশ ও শরীফ সংগঠক, খুলশী থানা যুবদল,মোহাম্মদ সোহেল ও শাহিন যুগ্ন আহবায়ক, ১৩ং ওয়াড যুবদল জেসিন ও হায়দার, আকবারশাহ থানা ছাত্রদল

Leave A Reply

Your email address will not be published.