Connecting You with the Truth

গণগ্রেফতার বন্ধের আহ্বান অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের

বাংলাদেশে চলমান কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে যেভাবে গ্রেফতারের হিড়িক শুরু হয়েছে, সেটিকে ‘গণগ্রেফতার’ ও ‘নির্বিচারে আটক’ হিসাবে উল্লেখ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

সোমবার একটি বিবৃতিতে ছাত্রনেতা ও আন্দোলনে অংশগ্রহণকারীদেরকে ‘নির্বিচারে আটক’ বন্ধ করার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

বিবৃতিতে বিভিন্ন প্রতিবেদনের ভিত্তিতে দক্ষিণ এশিয়া অঞ্চলের পরিচালক স্মৃতি সিং বলেছেন, ”বাংলাদেশে সপ্তাহজুড়ে নয় হাজারের বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে, যা সম্পূর্ণ “রাজনৈতিক উদ্দশ্যপ্রণোদিত।”

“সরকারকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়, এমন কাউকে রুখে দেওয়ার জন্য আন্দোলনকারী শিক্ষার্থীদেরকে ‘গণগ্রেফতার’ ও ‘নির্বিচারে আটক’ করছে কর্তৃপক্ষ।”

”এটি হলো বাংলাদেশের ভয়ের পরিবেশ আরও জোরালো করার হাতিয়ার”, বলেন তিনি।

Comments
Loading...