গলাচিপায় মাসিক আইন শৃংখলা সভা অনুষ্ঠিত
গলাচিপা,পটুয়াখালী: রমজানের পবিত্রতা রক্ষা এবং খাদ্য পন্যের উর্দ্ধমূল্য প্রতিরোধ, মাদক সেবন প্রতিরোধে গলাচিপা উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক আইন শৃংখলা সভা অনুষ্ঠিত হয়। বুধবার বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিস কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম এর সভাপতিত্বে উপজেলা ইউপি চেয়ারম্যান, আইন শৃংখলা সভার সদস্য বৃন্দদের সমন্বয়ে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো: সামসুজ্জামান লিকন, উপজেলার সার্বিক আইন শৃংখলা সংক্রান্ত বিষয়ে এবং পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা সহ খাদ্য পন্যের মজুদ ও উদ্ধমূল্য প্রতিরোধে বাজার মনিটরিং করা, মাদক বিক্রি, সেবন ও পাচার প্রতিরোধ ও নিয়ন্ত্রন বিষয়ে বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ (ওসি) মো: জাহিদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য হাজী মু: শাহজাহান মিয়া, পানপট্টি ইউপি চেয়ারম্যান মো: আবুল কালাম, চর বিশ্বাস ইউপি চেয়ারম্যান বাবুল মুন্সী, মুক্তিযোদ্ধা কমান্ডার মো: রুহুল আমীন ভূইয়া, প্রেস ক্লাবের সহ সভাপতি সাংবাদিক খালিদ হোসেন মিল্টন, পৌর কাউন্সিলর সুসিল চন্দ্র বিশ্বাস, গলাচিপা রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক দৈনিক নবচেতনা পত্রিকার গলাচিপা প্রতিনিধি সঞ্জিব দাস প্রমূখ। সভায় উপজেলার সার্বিক আইন শৃংখলা ও মাহে রমজানের পবিত্রতা রক্ষা সহ নানা বিধ সিদ্বান্ত গৃহীত হয়।