গলাচিপায় ৫ হাজার মিটার জালে আগুন
গলাচিপা(পটুয়াখালী)প্রতিনিধি: মাছের রাজা “ইলিশ” আর এ রাজাকে বাচিয়ে রাখতে এবং তার বংশকে আরো সু- বিসৃত কারার লক্ষে সরকার বিভিন্ন উদ্দেক ও কর্ম সুচির আয়জনের পাসা পাশী দেশের বিভিন্ন নদী বেষ্টনী উপজেলার মৎস্যকর্ম কর্তারা দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। তারই ধারা-বাহিকতায় পটুয়াখালীর গলাচিপা উপজেলার উলানিয়া বন্দরে মা ইলিশ প্রজনন রক্ষার অভিযানে শুক্রবার বিকেলে উলানিয়া বন্দর লঞ্চ ঘাটে অবৈধ ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে আগুন দিয়ে পুরিয়ে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন, পটুয়াখালী জেলার অতিরিক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাঃ জিনাত রেহেনা ও গলাচিপা এবং রাঙ্গাবালী উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা অঞ্জন বিশ্বাস সহ পটুয়াখালী জেলা প্রতিনিধি মু. জিল্লুর রহমান, গলাচিপা রির্পোটাস ক্লাবের সভাপতি সাজ্জাদ আহমেদ মাসুদ, সাংগঠনিক সম্পাদক সঞ্জিব দাস, সাংবাদিক মু. নজরুল ইসলাম, মু. হাফিজুল ইসলাম শাম্ত সহ স্থানিয় জনসাধারণ। এ সময় মৎস্য কর্মকর্তা অঞ্জন বিশ্বস দেশের রুপালী সম্পদ রক্ষায় আইনের প্রতি শ্রোদ্ধা জানিয়ে সচেতন হয়ে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।