Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

গলাচিপা লঞ্চঘাটে অতিরিক্ত ঘাট ভাড়া নেওয়ার জন্য জরিমানা

সাকিব হাসান, গলাচিপা: আজ দুপুর ১ টায় গলাচিপা লঞ্চঘাটে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম। এ সময় উপস্থিত ছিলেন গলাচিপা থানার এস আই মোমিন এবং পুলিশ সদস্যরা। গলাচিপা লঞ্চঘাটে জন প্রতি ৩ টাকার ভাড়া ১০ টাকা নেওয়ার জন্য উপজেলা নির্বাহী আফিসার রেজাউল করিম ৫ হাজার টাকা জরিমানা করেন। তিনি জন প্রতি ৩ টাকা করে নেওয়ার নির্দেশ দেন এবং ইজারাদারদের ৩ টাকার প্রিন্ট করা টিকিট দিতে বলেন যাত্রীদেরকে ।

তিনি আরও বলেন এরপরে ও যদি কারো কাছ থেকে অতিরিক্ত টাকা রাখে তাহলে উপজেলা নির্বাহী অফিসে জানাতে।

Leave A Reply

Your email address will not be published.