গল্পটা গল্প ছিল না রিয়াজ-নাদিয়া
বিনোদন ডেস্ক:
প্রথমবারের মতো একসঙ্গে নাটকে অভিনয় করলেন চিত্রনায়ক রিয়াজ ও মডেল-অভিনেত্রী নাদিয়া। বড় পর্দার এক সময়ের আলোচিত নায়ক রিয়াজ এখন ছোটপর্দার কাজ নিয়ে বেশি ব্যস্ত। সকাল আহমেদ পরিচালিত নাটকটির নামরগল্পটা গল্প ছিল না’। নাটকটি লিখেছেন আনিসুল হক। সম্প্রতি রাজধানীর উত্তরার একটি শুটিং বাড়িতে গল্পটা গল্প ছিল না’ নাটকের দৃশ্য ধারণের কাজ শুরু হয়েছে। গল্পটা গল্প ছিল না’ নাটকের গল্পে, একজন লেখকের গল্প নিয়ে ভাবনা ও এর কিছু দৃশ্যপটের কাহিনী দেখা যাবে। লেখকের ভূমিকায় অভিনয় করছেন রিয়াজ আর নাদিয়াকে দেখা যাবে গল্পের একটি চরিত্রে। যেখানে নাদিয়া স্বামীর সংসারে নানা অত্যাচার সহ্য করেন এবং তা আবার রিয়াজকে জানান। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে নাদিয়া বলেন, ‘রিয়াজ ভাই নিঃসন্দেহে ভালো একজন অভিনয়শিল্পী। তাঁর সঙ্গে এবারই প্রথম নাটকে অভিনয় করছি। আশা করছি, ভালো একটি নাটক হবে।’ নাটকটি আসছে কোরবানি ঈদের জন্য নির্মিত হচ্ছে বলে জানিয়েছেন নির্মাতা।