Connecting You with the Truth

গাংনীতে মাদক ব্যবসায়ীসহ ১১ জুয়ারির কারাদণ্ড

মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুরের গাংনী উপজেলায় দুই মাদক ব্যবসায়ীকে এক বছর করে ও নয় জুয়ারিকে এক মাস করে কারাদণ্ডের নির্দেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
গত কাল দুপুর ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল আমিন বামুন্দী, রাইপুর গ্রামে ও ছাতিয়ান বাসস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত মাদকব্যবসায়ীরা হলেন- গাংনী উপজেলার রাইপুর গ্রামের হাজারী বিশ্বাসের ছেলে ফুরাদ হোসেন (৪৫) ও একই উপজেলার বামুন্দী পশ্চিমপাড়া এলাকার খোদা বকসের ছেলে জয়নাল আবেদীন (৫৫)।
দণ্ডপ্রাপ্ত জুয়ারিরা হলেন- গাংনীর ছাতিয়ান গ্রামের শুকুর আলীর ছেলে শরীফ (৪০), শহীদুল (৫৫), ফয়েজ আলীর ছেলে আলীফ (৪০), সোহেল রানা (৪৫), সামসুদ্দিনের ছেলে আজিজুল (৩৫), শহিদুল (৪৫), আক্কাছ (৫৫), বাওট গ্রামের পলান মণ্ডলের ছেলে বাবলু (৩৫) ও ওয়াজেদ আলীর ছেলে বকুল (৩৫)। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল আমিন জানান, আটক ব্যক্তিরা নিজেদের দোষ স্বীকার করায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের এক বছর করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়ে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) মোক্তার হোসেন জানান, শনিবার দিবাগত রাতে বামুন্দী বাজার এলাকা থেকে ১০০ গ্রাম গাঁজাসহ জয়নাল আবেদীনকে আটক করে বামুন্দী পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সুশান্ত পাল। এছাড়া ফুরাদ হোসেনকে তার বাড়ি থেকে আটক করেন এলাঙ্গী ক্যাম্পের ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আরিফ। এ সময় তার কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের এক বছর করে কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

Leave A Reply

Your email address will not be published.