গাইবান্ধায় চবির ২৬ তম ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে ইসলামিক ফাউন্ডেশনে সুরক্ষা সামগ্রী হস্তান্তর
বৃহস্পতিবার বেলা ১২ টায় চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২৬ তম ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে চলমান করোনা ভাইরাস মোকাবিলায় সুরক্ষা সামগ্রী বিতরণের ১ম পর্বে ১০০০ টি মাস্ক গাইবান্ধা ইসলামিক ফাউন্ডেশনের কাছে হস্তান্তর করেন লোক প্রশাসন বিভাগের সাবেক ছাত্র মোস্তাকিম বিল্লাহ শাহান।
গাইবান্ধা জেলার ৭ উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেলে মৃতদেহ বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম অনুযায়ী দাফন কাজে নিয়োজিত স্বেচ্ছাসেবী,গনশিক্ষার শিক্ষক এবং মসজিদের ইমামদের ব্যবহারের জন্য গাইবান্ধা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ আজমল হকের কাছে এসকল সুরক্ষা সামগ্রী হস্তান্তর করা হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২৬ তম ব্যাচের শিক্ষার্থীদের প্রতিনিধি সাবেক ছাত্র মোস্তাকিম বিল্লাহ শাহান জানান, আমাদের নিজস্ব অর্থায়নে এই সহায়তা কার্যক্রম চলমান থাকবে ।