গাইবান্ধায় অটোরিক্সার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু
গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেলার সদর উপজেলায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় জমিলা বেওয়া (৮০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সদর উপজেলার তুলসিঘাট-রওশনবাগ সড়কের রামচন্দ্রপুর ইউনিয়নের মহনন্দপুর বাজার এলাকায় রবিবার রাত ৮টার দিকে এ ঘটে।
জমিলা বেওয়া রামচন্দ্রপুর ইউনিয়নের বড় মহনন্দপুর গ্রামের মৃত কফিল উদ্দিনের স্ত্রী।
স্থানীয়রা জানান, জমিলা বেওয়া রাত ৮টার দিকে পাশে মহনন্দপুর বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনাটি রাতের বেলা হওয়ায় অটোরিকশা চালককে আটক করা সম্ভাব হয়নি।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মেহেদী হাসান জানান, তিনি খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠান। কিন্তু পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই নিহতের স্বজনরা লাশ নিয়ে যায়।
বাংলাদেশেরপত্র/এডি/আর