Connecting You with the Truth

গাইবান্ধায় জগন্নাথ দেবের রথযাত্রা

PHOTO-01গাইবান্ধা প্রতিনিধি: সারাদেশের মতো বিপুল উৎসহ উদ্দিপনায় গত বুধবার থেকে গাইবান্ধা শহরসহ বিভিন্ন স্থানে শুরু হয়েছে হিন্দু সম্প্রদায়ের শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব। আন্তর্জাতিক সনাতন সম্প্রদায়- ইসকনের উদ্যোগে গাইবান্ধা শহরের ভিএইড রোড কালিবাড়ি মন্দির প্রাঙ্গণে আয়োজন করা হয় এ উৎসব। উদ্বোধনী দিনের অনুষ্ঠান মালায় ছিল যজ্ঞানুষ্ঠান, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা অনুষ্ঠান ও জগন্নাথ দেবের রথ নিয়ে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা। কালিবাড়ি মন্দির প্রাঙ্গন থেকে এ শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার মন্দির প্রাঙ্গনে ফিরে আসে। আগামী ১৩ জুলাই পর্যন্ত ৮ দিনব্যাপী এ অনুষ্ঠানে ধর্মীয় আলোচনা সভা, নাম যজ্ঞানুষ্ঠান, কীর্তন, ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচী পালন করা হবে। ১৩ জুলাই উল্টো রথ উপলক্ষে কালিমন্দির প্রাঙ্গন থেকে রথসহ শোভাযাত্রা শহর প্রদক্ষিণ শেষে পুনঃরায় কালিমন্দিরে ফিরে আসবে। এ মহোৎসবে প্রতিদিন শত শত নারী পুরুষ ভক্তবৃন্দ অংশ নিচ্ছেন। গত ৬ জুলাই বিকাল সাড়ে ৪ টায় সাঘাটা উপজেলার যুগীপাড়া জগন্নাথ দেব মন্দির কমিটির আয়োজনে সেখানেও অনুষ্ঠিত হয় রথযাত্রা উৎসব।

Comments
Loading...