Connecting You with the Truth

গাইলেন রুনা লায়লা ‘মহুয়া সুন্দরী’তে

b-5
বিনোদন ডেস্ক:
ময়মনসিংহ গীতিকার মহুয়া সুন্দরীকে নিয়ে নির্মাণাধীন চলচ্চিত্রে গাইলেন রুনা লায়লা। ৬ সেপ্টেম্বর রাতে রাজধানীর মগবাজারে শ্র“তি রেকর্ডিং স্টুডিওতে গানটিতে কণ্ঠ দেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই কণ্ঠশিল্পী। গানটির কথা এমন- ‘ফুলের আসন ফুলেরও বসন/ফুলের বিছানায়/প্রেমেরও অনলে অঙ্গ জ্বলে যায়।’ এটি লিখেছেন জুয়েল মাহমুদ। সুর ও সংগীতায়োজন করেছেন ইমন সাহা। পর্দায় রুনা লায়লার গানটিতে ঠোঁট মেলাবেন পরীমনি। তিনিই অভিনয় করবেন মহুয়া সুন্দরীর চরিত্রে। তার সহশিল্পী থাকছেন সুমিত। ২০১৩-১৪ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া ছবিটি পরিচালনা করবেন রওশন আরা নীপা। তিনি জানান, বর্তমান সময়ের প্রেক্ষাপটে যাত্রাপালার নায়িকার মাধ্যমে ছবিটিতে তুলে ধরা হবে মহুয়া সুন্দরীকে। এতে ছবি চরিত্রেও দেখা যাবে পরীমনিকে। ছবিটির প্রথম ধাপের দৃশ্যায়ন শুরু হবে ১৯ সেপ্টেম্বর। ‘মহুয়া সুন্দরী’কে নিয়ে দেশে এর আগেও দুটি ছবি তৈরি হয়েছে। এর মধ্যে ১৯৬৬ সালে আলি মনসুর নির্মাণ করেন ‘মহুয়া’। এর দুই দশক পর শামসুদ্দিন টগর পরিচালনা করেন ‘মহুয়া সুন্দরী’।


Comments
Loading...