Connect with us

জাতীয়

গাজায় মেডিকেল টিম পাঠাবে বাংলাদেশ

Published

on

02_Health-Minister-Mohammed-Nasim_17082014_003স্টাফ রিপোর্টার:
গাজায় অব্যাহত ইসরায়েলি হামলায় ক্রমবর্ধমান হতাহতদের চিকিৎসার জন্য চিকিৎসক দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। রোববার রাজধানীতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের একথা জানান স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, চিকিৎসক ও নার্সদের সমন্বয়ে গঠিত মেডিকেল টিম পাঠানোর উপায় বের করতে পররাষ্ট্র মন্ত্রণালয় ও রেড ক্রিসেন্টের সঙ্গে আলোচনা শুরু করেছেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, “আমরা মেডিকেল টিম পাঠাবো।” ইসরায়েলি হামলায় প্রায় দুই হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন, বিধ্বস্ত হয়েছে জনবহুল ছোট্ট গাজা। জাতিসংঘ গাজায় ইসরায়েলি সেনাদের হামলা চলাকালে সময় উভয় পক্ষের সংঘটিত সম্ভাব্য মানবাধিকার লঙ্ঘন ও যুদ্ধারপরাধের ঘটনা অনুসন্ধানে একটি আন্তর্জাতিক কমিশন গঠন করেছে। আর বাংলাদেশ শুরু থেকেই ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে সোচ্চার রয়েছে। হামলার কঠোর নিন্দা জানানোর পাশাপাশি গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ‘কঠোর বার্তা’ পাঠাতে ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা আরোপের জন্য জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। এর আগে ক্ষমতাসীন ১৪ দলীয় জোটও গাজার বেসামরিক মানুষদের প্রতি সমবেদনা জানাতে প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। জোটের মুখপাত্র নাসিম রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে বলেন, অনুষ্ঠানে বলেন, মেডিকেল টিমের সঙ্গেই তারা তাদের রাজনৈতিক প্রতিনিধি দলও পাঠাবেন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *