Connecting You with the Truth

গাজীপুরে টায়ার কারখানায় অগ্নিকান্ড, নিহত ৫

news_img (1)

গাজীপুরের পুবাইলে একটি টায়ার মেরামতের কারখানায় বয়লার বিস্ফোরিত হয়ে অগ্নিকাণ্ডে পাঁচজন নিহত হয়েছেন। এ খবর নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার বিকাল সাড়ে চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

গাজীপুরের পুলিশ সুপার হারুন-অর রশীদ বলেন, ‘ঘটনাস্থলে তিনজন মারা গেছেন। গুরুতর অবস্থায় কয়েকজনকে হাসপাতালে পাঠানো হয়।’

শেষ খবর পাওয়া পর্যন্ত কারাখানাটির আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

Comments
Loading...