Connecting You with the Truth

গাজীপুরে বেতন বৃদ্ধিসহ ১৯ দফা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে যমুনা ডেনিমস লিমিটেডের শ্রমিক-কর্মচারীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এতে দুই ঘণ্টার বেশি সময় ধরে সড়কটি যান চলাচল বন্ধ ছিল।

শনিবার সকালে শ্রমিকরা কারখানার প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে কোনাবাড়ী-কাশিমপুর সড়ক অবরোধ করেন। গাজীপুর শিল্প পুলিশ-২ সহকারী পুলিশ সুপার (কোনাবাড়ী জোন) জাহাঙ্গীর আলম জানান, ২২৫ জন স্টাফ (ডিস্ট্রিবিউটর, সুপারভাইজার, ইনচার্জ) ১৯ দফা দাবিতে বিক্ষোভ শুরু করেন এবং পরে তাদের সঙ্গে শ্রমিকদের একটি অংশও সমর্থন জানায়।

সকাল ৮টা থেকে তারা প্রধান ফটক সংলগ্ন সড়ক অবরোধ করে রেখেছিলেন, যা সকাল সাড়ে ১০টা পর্যন্ত অব্যাহত থাকে। পরে শ্রমিকেরা সড়কের দুই পাশে দাঁড়িয়ে বিক্ষোভ করলে বেলা পৌনে ১১টা থেকে যান চলাচল শুরু হয়।

শ্রমিক-কর্মচারীদের ১৯ দফা দাবি হলো:

  1. চলতি মাসের বেতনের সঙ্গে স্থগিত হওয়া বার্ষিক ইনক্রিমেন্টের ১০% পরিশোধ করতে হবে।
  2. ২০২৩ সালের গেজেট অনুযায়ী বাড়ানো বেতন (ডিসেম্বর থেকে আগস্ট) প্রদান করতে হবে।
  3. সব স্টাফ ও শ্রমিকদের বকেয়া ছুটির টাকা চলতি মাসের বেতনের সঙ্গে পরিশোধ করতে হবে।
  4. শ্রমিকদের তুলনায় স্টাফদের বেতন বৈষম্য করা যাবে না।
  5. সুপারভাইজারদের বেতন সর্বনিম্ন ৩৩ হাজার টাকা, লাইন চিফের ৩৮ হাজার টাকা এবং ইনচার্জদের ৫০ হাজার টাকা করতে হবে।
  6. ছুটির দিনে কাজ করালে একদিনের হাজিরা দিতে হবে।
  7. হাজিরা বোনাস ৯০০ টাকা, সন্ধ্যা ৭টার পর টিফিন বিল ৫০ টাকা, ১১টার পর নাইট বিল ১০০ টাকা দিতে হবে।
  8. সাত দিনের মধ্যে স্টাফ ও শ্রমিকদের বেতন পরিশোধ করতে হবে।
  9. চাকরির বয়স ছয় মাস হলে বেসিক সমপরিমাণ ঈদ বোনাস দিতে হবে।
  10. কর্ম দক্ষতার ভিত্তিতে প্রমোশন দিতে হবে।
  11. প্রতি তিন মাস পর পর কর্মদক্ষতা মূল্যায়নের মাধ্যমে গ্রেড পরিবর্তন করতে হবে।
  12. তিনদিন লেট হলে হাজিরা ও হাজিরা বোনাস কর্তন করা যাবে না।
  13. পূর্ব নির্ধারিত নোটিশ ছাড়া জোরপূর্বক চাকুরিচ্যুত করলে ১২০ দিনের বেতনসহ সার্ভিস বেনিফিট দিতে হবে।
  14. অসুস্থ বা মৃত শ্রমিকদের চিকিৎসা ও দাফনের খরচ কারখানা কর্তৃপক্ষ বহন করবে।
  15. অনিচ্ছাকৃত ভুল হলে বেতন কর্তন করা যাবে না।
  16. প্রতি ঈদে ১২ দিন ছুটি দিতে হবে।
  17. কাজ না থাকার অজুহাতে ছুটি দিলে অন্য দিনের সঙ্গে অ্যাডজাস্ট করা যাবে না।
  18. অভিযোগ ছাড়া ছাঁটাইকৃত পুরনো কর্মকর্তা-কর্মচারীদের পুনরায় নিয়োগ দিতে হবে।
  19. আন্দোলনরত শ্রমিক-কর্মচারীদের ছাঁটাই করা যাবে না।

এ বিষয়ে যমুনা ডেনিমস লিমিটেডের কমপ্লায়েন্স ম্যানেজার সেলিম রেজা বলেন, “আমরা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু তারা আমাদের প্রস্তাব প্রত্যাখ্যান করে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন।”

প্রসঙ্গত, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে সেনাবাহিনী ও শিল্প পুলিশ অবস্থান করছে।

Comments
Loading...