Connecting You with the Truth

গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সভাপতি রোমান শাহ্ সম্পাদক এমএ ফরিদ

নাহিদ খান গাজিপুর: গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের ২০১৭-১৮ইং সালের কার্যকরী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ৮এপ্রিল শনিবার থানা রোডস্থ জেলা রিপোর্টার্স ক্লাবে সকাল ১০টায় ভোট গ্রহণ শুরু হয়ে দুপুর ৪টায় শেষ হয়। মধ্যাহ্ন বিরতির পর দুপুর ৪টা থেকে ভোট গণনা শুরু করে। গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের নির্বাচনে ৬৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে যারা র্নিবাচিত হয়েছে তারা হলেন সভাপতি, মো. রোমান শাহ্ আলম, কার্যকরী সভাপতি মো. শফিকুল ইসলাম জিতু, সহ-সভাপতি ফিরোজা নাজনীন বাঁধন, মাজহারুল ইসলাম কাঞ্চন ও সাইফুল ইসলাম মানিক, যুগ্ম সম্পাদক নুরুল ইসলাম সবুজ ও আঃ করিম সরকার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোসলেম ইদ্দিন ও সমাজ কল্যান সম্পাদক দৈনিক বজ্রশক্তির মোস্তাকিম খান। বিনা প্রতিদ্বন্দিতায় সাধারণ স¤পাদক এম. এ. ফরিদ, সিনিয়র সহ-সভাপতি মো. বায়েজীদ হোসেন, সাংগঠনিক সম্পাদক কাজী মো. মকবুল হোসেন, অর্থ-সম্পাদক মো. ফজলুল হক ও দপ্তর সম্পাদক মো. বিল্লাল হোসেন নির্বাচিত হয়েছেন। রিপোর্টার্স ক্লাবের নির্বাচন চলাকালীন সময়ে পরিদর্শনে আসেন, গাজীপুর প্রেসক্লাবের সহ-সভাপতি মো. আলমগীর হোসেন, যুগ্ম সম্পাদক মো. মনিরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক এম. জে. আলম, জাতিয় কবিতা পরিষদ গাজীপুর জেলা শাখার সভাপতি কবি আবু নাসির খান তপন, নিরাপদ সড়ক চাই এর গাজীপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক ডাঃ মো. লোকমান হেসেন-সহ সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন ক্লাবের উপদেষ্টা এ্যাডভোকেট আতাউর রহমান আকাশ, সহকারী কমিশনারের দায়িত্ব পালন করেন এ্যাডভোকেট লাবিব উদ্দিন, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এর ব্যবস্থাপক এম. মহিউদ্দিন শরিফী এ ভিপি প্রমুখ। শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন করার লক্ষ্যে পুলিশ মোতায়েন করা হয়েছিল আইন শৃংখলার দায়িত্বে ছিলেন জয়দেবপুর থানার এস আই মো. এনামুল হক ২ এর নেতৃত্বে অন্যান্য পুলিশ সদস্য।

Comments
Loading...