গিনেস বুকে রেকর্ড লরেন্সের
বিনোদন ডেস্ক:
অজ্ঞাত হ্যাকারদের ছাড়া লরেন্সের ছবি নিয়ে বেশ দু:শ্চিন্তায় ছিলেন লন্স। এই দুঃসময়ের মাঝে আবার যেনো প্রাণ ফিরে পেলেন অস্কার জয়ী এই অভিনেত্রী। সম্প্রতি সবচেয়ে সফল অভিনেত্রী হিসেবে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে তার নাম উঠেছে। ২০১২ সালের ‘দ্য হাঙ্গার গেমস’ ছবিতে ক্যাটনিস এভারডিন নামক চরিত্রে অভিনয় করেছিলেন লরেন্স। আর সেই চেরিত্রে অভিনয়ের জন্যই এই সফলতা অর্জন করেছেন ২৪ বছর বয়সী এই অভিনেত্রী। ছবিটি সবমিলিয়ে আয় করেছিলো ৯০০ মিলিয়ন পাউন্ডেরও বেশি পরিমান অর্থ।