গুরুদাসপুরে স্ত্রীকে গলা টিপে হত্যার অভিযোগ
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি. নাটোরের গুরুদাসপুর পৌর সদরের আনন্দনগর মহল্লার মঞ্জিলের ছেলে ভুট্টর বিরুদ্ধে তার স্ত্রী রাশিদাকে (৩২) গোলা টিপে হত্যা করার অভিযোগ উঠেছে।
সরেজমিনে গিয়ে জানাযায়, ১২ বছর পুর্বে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের যোগেন্দ্র নগর গ্রামের আঃ রাজ্জাকের মেয়ে রাশিদার সাথে ১ লাখ ২০ হাজার টাকা যৌতুকের বিনিময়ে পৌর সদরের আনন্দনগর মহল্লার মঞ্জিলের ছেলে ভুট্টর সাথে বিবাহ হয়। বিয়ের পর থেকে তাদের সংসার ভালই চলছিল। স্বামীর পরকীয়ার বিষয়টি বুঝতে পেরে স্বামীকে ওই পথ থেকে সরে আসতে বলায় স্ত্রীর ওপর চরমভাবে ক্ষিপ্ত হয়। তারপর থেকে ভুট্ট তার স্ত্রীকে বিভিন্ন ভাবে নির্যাতন শুরু করে। নির্যাতনের এক পর্যায়ে গত বৃহস্পতিবার গভীর রাতে ২৭ দিনের শিশু সন্তানের কথা না ভেবেই স্ত্রী রাশিদাকে তার পাষন্ড স্বামী গোলাটিপে হত্যা করে ঝুঁলিয়ে রেখেছে বলে নিহতের পরিবার অভিযোগ তুলেছে।
এব্যাপারে যোগাযোগ করা হলে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ দিলিপ কুমার দাস জানান, মেয়ে অভিভাবকরা হত্যার কথা বললেও ময়নাতদন্তর পর বলা যাবে সেটা হত্যা না আত্মহত্যা।