Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

গুলশানে জঙ্গি হামলার ঘটনায় গ্রেপ্তার দাউদ রিমান্ডে

Gulshan Holy artisun beckery 2

রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার দাউদ পাটোয়ারি (৩১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদের জন্য তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
গুলশানের ঘটনায় ৫৪ ধারায় মিরপুর এলাকার আরিফাবাদ হাউজিংয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই হাউজিংয়ের একজন তত্ত্বাবধায়ক। তার বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ থানার নরোত্তমপুর গ্রামে।
আজ মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের পরিদর্শক হুমায়ুন কবির এই তত্ত্বাবধায়ককে আদালতে হাজির করে সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন।
রিমান্ড আবেদনে বলা হয়েছে, আসামি দাউদ পাটোয়ারি মিরপুরের রূপনগর থানাধীন আরিফাবাদ হাউজিংয়ের বাসা নং-১, রোড নং-১, ব্লক-আই-এর একজন তত্ত্বাবধায়ক। গত ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে তদন্তের অংশ হিসেবে ওই হামলাকারীদের ঢাকার অবস্থান শনাক্ত করা হচ্ছিল। প্রাথমিক তদন্তে দেখা যায়, হামলাকারীদের কেউ আরিফাবাদ হাউজিংয়ের উল্লিখিত বাসায় থেকে জঙ্গি কার্যক্রম পরিচালনা করেছিলেন। এই আসামি ওই বাসার তত্ত্বাবধায়ক। তিনি ইসমাইল হোসেন নামের এক ব্যক্তিকে বাসা ভাড়া দিয়েছিলেন। ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তি জঙ্গি–সংশ্লিষ্ট কেউ একজন। ওই ব্যক্তির কোনো স্থায়ী ঠিকানা এই তত্ত্বাবধায়ক রাখেননি। এ ঘটনার রহস্য উদ্‌ঘাটনের জন্য এই আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি।
শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম নুরুন্নাহার ইয়াসমিন তত্ত্বাবধায়ক দাউদ পাটোয়ারির দুই দিন রিমান্ড মঞ্জুর করেন।

Leave A Reply

Your email address will not be published.