Connecting You with the Truth

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে নিহত ১

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী বাস খাদে পড়ে তৈয়ব আলী ফরাজী (২৪) নামে বাসের হেলপার নিহত হয়েছেন। এতে ওই বাসের আরো ২০ যাত্রী আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। নিহত তৈয়ব আলী ফরাজী ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার সদরদী গ্রামের দেলোয়ার ফরাজীর ছেলে। বুধবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার ডোমরাকান্দি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের সময় ঢাকা-বরিশাল মহাসড়কের দুই পাশে প্রায় ৪ কিলোমিটার এলাকাজুড়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

সিন্দিয়াঘাট নৌ তদন্ত কেন্দ্রের আইসি এসআই আব্দুস সালাম জানান, বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী বিএমএফ পরিবহণের (ঢাকা মেট্রো-ব ১৪-০৪৮৮) একটি যাত্রীবাহী বাস ওই স্থানে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের খাদে ফেলে দেয়।

এতে ওই বাসে ২১ জন আহত হয়। খবর পয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাজৈর ও মাদারীপুর ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর সহায়তায় উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বাসের হেলপার তৈয়ব আলী ফরাজী মারা যান।

ভাঙ্গা হাইওয়ে পুলিশ দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের সময় ঢাকা-বরিশাল মহাসড়কের দুই পাশে প্রায় ৪ কিলোমিটার এলাকাজুড়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। আটকা পড়ে শতাধিক যানবাহন।

বাংলাদেশেরপত্র/এডি/এ

Comments
Loading...