Connecting You with the Truth

গোপালগঞ্জ শুকতাইল মাতৃ¯েœহসংস্থার উদ্যোগে প্রতিবন্ধিদের মাঝে শিতবস্ত্র বিতরণ এবং বিনামূল্যে চিকিৎসা

anti-depressionকাশিয়ানী থেকে রইস শরীফ ঃ গোপালগঞ্জ শুকতাইল মাতৃ ¯েœহসংস্থার উদ্যোগে অসহায় প্রতিবন্ধিদের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং বিনামূল্যে চিকিৎসা করিয়েছেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো: জালালউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নিরুনাহার, শুকতাইল উইনিয়নের চেয়ারম্যান শেখ মো: আবেদ আলী। মাতৃ¯েœহসংস্থার সভাপতি এস,এম জাকির হোসেন এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। মাতৃ¯েœহসংস্থাটি প্রতিষ্ঠিত হয় ২০০৮ সালে। এস,এম জাকির হোসেন ব্যক্তিগত ভাবে সংস্থাটি নিজেই পরিচালনা করেন। এই সংস্থাটি প্রতিবন্ধিদের প্রতিপালনের জন্য গড়ে তোলা হয়েছে। প্রতি বছরই এ সংস্থা থেকে প্রতিবন্ধিদের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং চিকিৎসা করা হয়।এ বছরে ০২/০১/২০১৬ ইং শনিবারে ৩০০ শত অসহায় প্রতিবন্ধিদের মাঝে কম্বল বিতরণ করেন।এবং শত শত প্রতিবন্ধিদের বিনামূল্যে চিকিৎসা করা হয়। মাতৃ¯েœহসংস্থায় ১০৫ জন প্রতিবন্ধি রয়েছে। এদের মধ্যে সভাপতি এস,এম জাকির হোসেনের ও একটি ছেলে প্রতিবন্ধি রয়েছে। সংস্থাটির মধ্যে রয়েছে প্রতিবন্ধিদের জন্য খেলাধুলা ও শিক্ষার সু-ব্যবস্থা। গোপালগঞ্জ সদর উপজেলাধীন তিন নং শুকতাইল উইনিয়নের শুকতাইল গ্রামের লোকজন প্রতিবন্ধিদের জন্য মাতৃ¯েœহসংস্থাটি ৭ (সাত) বছর যাবৎ কাজ করে আরিতেছেন।

Comments
Loading...