Connecting You with the Truth

গোবিন্দগঞ্জে স্থানীয় এমপি সহ ৩৩ জনের নাম উল্লেখ করে মামলা

mamlaগোবিনদগঞ্জ( গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ ইক্ষু খামারের সাঁওতালদের উপর হামলা, লুটপাট ও বসতবাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় গোবিন্দগঞ্জের জাতীয় সংসদ সদস্য ও দুইজন ইউপি চেয়ারম্যানসহ ৩৩ জনকে আসামি করে শনিবার গোবিন্দগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
গোবিন্দগঞ্জ সাঁওতাল পল্লী হরিণাবাড়ি নতুনপুর গ্রামের মাহিলে হেমব্রমের ছেলে সমেশ হেমব্রম বাদি হয়ে এ অভিযোগটি দায়ের করেন। সে বাগদা সাহেবগঞ্জ আদিবাসী ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির অন্যতম সদস্য। এই অভিযোগে প্রধান আসামি করা হয়েছে জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ এবং সহযোগি হিসেবে অন্যান্য আসামীদের মধ্যে রয়েছে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হান্নান, রংপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আউয়াল, গোবিন্দগঞ্জের সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও জেলা আ’লীগের অন্যতম কর্মকর্তা মোহাম্মদ হোসেন ফকু, সাহেবগঞ্জ ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ও সাপমারা ইউপি চেয়ারম্যান শাকিল আকন্দ বুলবুল, কাটাবাড়ি ইউপি চেয়ারম্যান রেজাউল করিম রফিক, সাপমারা ইউপি সদস্য মোশাররফ হোসেন, আইয়ুব হোসেন, শাহ আলম, সাবেক সদস্য শহিদুল ইসলাম, ইক্ষু খামারের ম্যানেজার আব্দুল মজিদ, চিনিকল শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মতিনসহ ৩৩ জন নামীয় এবং অজ্ঞাত পরিচয় আরও ৫শ’ থেকে ৬শ’ জনকে আসামী করে এই অভিযোগটি দায়ের করা হয়। উল্লেখ্য, ঢাকাস্থ আইন ও শালিস কেন্দ্র, আমরাও পারি, এএলআরডি, নিজেরা করি, বাসড ও লিড নামের অন্যতম মানবাধিকার সংগঠনের সহযোগিতায় এই অভিযোগটি থানায় দায়ের করা হয়। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকার তা আমলে নিয়েছেন বলে জানা গেছে।

Comments
Loading...