Connecting You with the Truth

গোয়ালঘরে অগ্নিকাণ্ড, চার গবাদি পশুর মৃত্যু

fire 2মানিকগঞ্জ প্রতিনিধি:

মানিকগঞ্জ সদর উপজেলার বাড়াইভিকরা এলাকার বাসিন্দা আজমত আলীর বসতঘর ও গোয়ালঘরে আগুন লেগে তিনটি গরু ও একটি ছাগল মারা গেছে। এছাড়া ঘরের সব মালপত্র পুড়ে গেছে। এতে কমপক্ষে চার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্মীরা।
গত কাল ভোরে এ ঘটনা ঘটে। মানিকগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন থেকে সিরাজুল ইসলাম জানান, ভোর সাড়ে ৫টার দিকে গোয়ালঘরের জ্বলন্ত কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন আজমত আলীর বসতঘরেও ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। কিন্তু ততক্ষণে দু’টি ঘর সম্পূর্ণ পুড়ে যায়। এসময় পুড়ে মারা যায় দু’টি বড় গরু, একটি বাছুর (ছোট গরু) ও একটি ছাগল।

Comments
Loading...