Connect with us

জাতীয়

গ্যাটকো দুর্নীতি মামলা বাতিলের আবেদন খারিজ

Published

on

High-Court_2_1স্টাফ রিপোর্টার:
গ্যাটকো (গ্লোবাল অ্যাগ্রোট্রেড) দুর্নীতি মামলা বাতিল চেয়ে করা আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। চট্টগ্রাম বন্দর ও কমলাপুর কন্টেইনার টার্মিনালের ঠিকাদার নিয়োগ নিয়ে এক হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগে এ মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বিচারপতি আশফাকুল ইসলাম ও বিচারপতি একেএম জহিরুল হকের অবকাশকালীন বেঞ্চ এ রায় দেন। মামলাটি বাতিলের আবেদন করেছিলেন চট্টগ্রাম বন্দরের সাবেক পরিচালক লুৎফুল কবির। এরপর ২০০৮ সালের ১৩ আগস্ট হাইকোর্ট মামলা স্থগিত করে রুল জারি করেন। দীর্ঘ শুনানি শেষে গতকাল স্থগিতাদেশ তুলে দিয়ে রুল খারিজ করে দেন হাইকোর্ট। একই সঙ্গে লুৎফুল কবিরের জামিন বহালেরও আদেশ দেওয়া হয়েছে। ২০০৭ সালের ২ সেপ্টেম্বর তেজগাঁও থানায় তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তার মন্ত্রী পরিষদের ছয় সদস্যসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। পরে ২০০৮ সালের ১৩ মে ২৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। তাদের মধ্যে দু’জন মারা যাওয়ায় আসামির তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। খালেদা জিয়া, মতিউর রহমান নিজামী, এম কে আনোয়ার ও খন্দকার মোশাররফের আবেদনে তাদের অংশটুকুর বিচারিক কার্যক্রম স্থগিত রয়েছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *