Connecting You with the Truth

গ্রেফতার আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও শহীদুল হক রিমান্ডে

পৃথক হত্যা মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল–মামুন ও এ কে এম শহীদুল হককে রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।

রাজধানীর মোহাম্মদপুরে মুদিদোকানি আবু সায়েদ হত্যা মামলায় চৌধুরী আবদুল্লাহ আল–মামুনের ৮ দিনের এবং নিউমার্কেটের ব্যবসায়ী আবদুল ওয়াদুদ হত্যা মামলায় শহীদুল হকের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

শেখ হাসিনার সরকারের সময়ে ছাত্র-জনতার আন্দোলন দমনের ঘটনায় চৌধুরী আবদুল্লাহ আল–মামুনের সম্পৃক্ততার অভিযোগে রিমান্ডের আবেদন করা হয়। শহীদুল হকের ক্ষেত্রেও তার হত্যার সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে বলে অভিযোগ করা হয়েছে।

এছাড়া, শিশু আলিফ অপহরণ মামলায় অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফীর ৮ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

Comments
Loading...