Connecting You with the Truth

গ্রেফতার সাবেক মন্ত্রী রাজ্জাক ও ফারুক খান দুই দিনের রিমান্ডে

আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ডঃ আব্দুর রাজ্জাক এবং মুহাম্মদ ফারুক খানকে আলাদা দুটি মামলায় দুই দিনের রিমান্ডে দিয়েছে ঢাকার একটি আদালত।

তারা দুজনই আওয়ামী লীগের সভাপতি মন্ডলির সদস্য।

সোমবার সন্ধ্যায় মি. রাজ্জাককে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

আর গভীর রাতে রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকা থেকে আটক করা হয় আরেক ফারুক খানকে।

এরপর আজ নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় আদালতে উপস্থাপন করে মি. রাজ্জাককে পুলিশ সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করে। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করে।

টাঙ্গাইল-১ আসন থেকে বেশ কয়েকবার নির্বাচিত সাংসদ আব্দুর রাজ্জাক আওয়ামী লীগ সরকারের কৃষিমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন। এর আগে এক মেয়াদে খাদ্যমন্ত্রী ছিলেন তিনি।

অন্যদিকে গোপালগঞ্জ-১ আসনের ছয় বারের সাংসদ মুহাম্মদ ফারুক খান সর্বশেষ বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী ছিলেন। পল্টন থানায় বিএনপি কর্মী মকবুল হত্যা মামলায় আদালতে দশ দিনের রিমান্ড আবেদন করে পল্টন থানা পুলিশ। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করে।

Comments
Loading...