Connecting You with the Truth

গ্রেফতার হয়েছে স্কুলছাত্রী রিশার সন্দেহভাজন হত্যাকারী ওবায়দুল

wills_little_flower_student_risha_killedস্বজনের কান্না, ডানে স্কুল ছাত্রী রিশার ছবি

পঞ্চগড় প্রতিনিধি: অবশেষে ঘটনার সাতদিন পর স্কুল ছাত্রী সুরাইয়া আক্তার রিশার হত্যাকারী ওবায়দুল খানকে গ্রেফতার করা হয়েছে। আজ বুধবার সকালে পঞ্চগড়ের দেবীগঞ্জ থানার সোনারাই এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব।
র‍্যাব সদর দফতরের লিগাল অ্যান্ড মিডিয়া শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান জানান, ওবায়দুল খানকে র‍্যাব-১৩ এর একটি সিভিল টিম অভিযান পরিচালনা করে গ্রেফতার করে।
উল্লেখ্য, গত ২৪ আগস্ট দুপুরে পরীক্ষা শেষে স্কুল থেকে বেরিয়ে রিশা কাকরাইল ফুটওভার ব্রিজের ওপর ওঠে। ব্রিজের মাঝামাঝি যেতেই এক দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। রিশার চিৎকারে স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকরা ছুটে আসে। পরে গুরুতর অবস্থায় তাকে প্রথমে কাকরাইল ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসাপাতালে এবং পরে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় রিশা মারা যায়। ঘটনার দিন রাতে রিশার মা তানিয়া হোসেন বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে রমনা মডেল থানায় মামলা করেন। ওই মামলায় ওবায়দুলকে আসামি করা হয়।

Comments
Loading...