Connecting You with the Truth

গ্র্যান্ড মাস্টার্স দাবায় জিয়ার ৩.৫ পয়েন্ট

Chess_News_sm_555214386স্পোর্টস ডেস্ক:
ভারতের নয়া দিল্লী শহরে অনুষ্ঠানরত ১৩তম পারসোনাথ দিল্লী আন্তর্জাতিক ওপেন গ্র্যান্ড মাস্টার্স দাবা প্রতিযোগিতার পঞ্চম রাউন্ডের খেলা শেষে ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান ৫ খেলায় ৩.৫ পয়েন্ট পেয়েছেন। সোববার অনুষ্ঠিত পঞ্চম রাউন্ডের খেলায় জিয়া ভারতের ভিগনেস এনআরের সাথে ড্র করেন। মোহাম্মদ মানিক ৫ খেলায় ১.৫ পয়েন্ট পেয়েছেন। মানিক ভারতের অর্জুন তিওয়ারীর কাছে হেরে যান। ‘বি’ ক্যাটাগরি রেটিং ইভেন্টে পাঁচ পয়েন্ট করে নিয়ে রাজা মিয়া ২৪১তম, মোঃ শহিদুল ইসলাম ২৭৭তম এবং টিপু সুলতান ৩.৫ পয়েন্ট নিয়ে ৩৯৪তম হন। গ্র্যান্ড মাস্টার্স ইভেন্টে ১৮টি দেশের ২২জন গ্র্যান্ড মাস্টার, ৩জন মহিলা গ্র্যান্ড মাস্টার, ২৭ জন আন্তর্জাতিক মাস্টারসহ ১৭৯ জন খেলোয়াড় অংশ নিচ্ছেন। ‘বি’ ক্যাটাগরি রেটিং ইভেন্টে ৬টি দেশের ৪৮৪ জন খেলোয়াড় অংশগ্রহণ করছেন। এদিকে, বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় এবং লিওনাইন চেস ক্লাবের আয়োজনে আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার খেলা বুধবার বিকাল ৩টা হতে বাংলাদেশ দাবা ফেডারেশনের দাবা ক্রীড়া কক্ষে শুরু হবে।

Comments
Loading...