Connecting You with the Truth

ঘাস দিয়ে তৈরি ফোন কিনতে চান?

it-3রকমারি ডেস্ক:
স্মার্টফোনের কভারগুলো সাধারণত কাচের তৈরি হয়ে থাকে কিন্তু ভাবুন তো যদি মাঠের ঘাসের কভার হয় আপনার স্মার্টফোনটির? আর যাই হোক না কেন এই মুহূর্তে এমন স্মার্টফোন কেনা সম্ভব নয়। এটি ওটু এর ডিজাইনার সিন মাইলসের রিসাইকেল গ্যাজেট দিয়ে তৈরি। একটি ছাঁচের মধ্যে তরল রেজিন দিয়ে ঘাস রেখে ২৪ ঘণ্টা রেখে দেয়া হয়। রেজিন সম্পূর্ণরূপে নিরাময় হওয়ার পর একটি সুন্দর এবং মসৃণ কভার হয়ে যায়। মাইলস ঘাসের কভারে আরও কিছু প্রাকৃতিক ছোঁয়া দিয়েছে। বাটন এবং ক্যামেরার পারিপার্শ্বিক পুণর্ব্যবহৃত ফোনের প্লাস্টিক বা ধাতু না। বাটনগুলো কাঠের তৈরি যা সবুজ শেলের উপর ভালো মানায়। ফোনের বাকি সব অংশ গ্রাহকের পুণর্ব্যবহৃত নকিয়া থেকে।

Comments
Loading...