Connecting You with the Truth

ঘূর্ণিঝড় রোয়ানু: ভোলায় ২ জনের মৃত্যু

gঘূর্ণিঝড় ‘রোয়ানু’র প্রভাবে সৃষ্ট ঝড়ে ভোলার তজুমদ্দিন উপজেলায় দুইজনের মৃত্যু হয়েছে। এতে অর্ধশতাধিক ঘরবাড়ি ও দোকানপাট বিধ্বস্ত হয়েছে।

নিহতরা হলেন- উপজেলার চাঁদপুর ইউনিয়নের শশিগঞ্জ গ্রামের নয়নে স্ত্রী রেখা বেগম (৩৫) ও একই এলাকার মো. মফিজের ছেলে আকরাম (১৪)।

উপজেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা (পিআরও) মো. রাশেদ খান জানান, ঘ‍ূর্ণিঝড়ে ভোর সোয়া ৪টার দিকে ঘর চাপা পড়ে ওই কিশোর গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় ৬টায় তার মৃত্যু হয়। প্রাথমিকভাবে ওই নারীর মৃত্যুর বিষয়ে কিছু জানা যায়নি।

Comments