Connecting You with the Truth

চট্টগ্রামের ফৌজদারহাটে ট্রাকের চাপায় মোটরসাইকেলে আরোহী নিহত

সড়করুমেন চৌধুরী, চট্টগ্রাম : চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানাধীন ফৌজদারহাট মহাসড়কে ট্রাকের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ৮ টায় সময় এ দুর্ঘটনাটি ঘটেছে। নিহতের নাম মো. জাবেদ (২৭)। তিনি অপসোনিন ফার্মায় এম. আর হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় পুলিশ ট্রাকটিকে আটক করেছে। তবে চালক ও তার সহকারী পালিয়ে গেছে বলে জানায় পুলিশ।

চট্টগ্রাম-ঢাকা হাইওয়ে পুলিশের বার আউলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল্লাহ জানিয়েছেন, চট্টগ্রাম সিটি হতে সীতাকুণ্ড উদ্দেশ্যে যাচ্ছিলেন তিনি। এ সময় ফৌজদারহাট মহাসড়ক এলাকায় বিপরীত দিক থেকে আসা চট্টগ্রামগামী একটি ট্রাক মোটর সাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যাবার চেষ্টা করে। পুলিশ ওয়ারলেসের মাধ্যমে ঘাতক ট্রাকটিকে আটক করেছে। এতে ঘটনাস্থলেই অপসোনিন ফার্মায় ওই এম. আর এর মৃত্যু হয়।

Comments
Loading...