Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

চট্টগ্রামে তিন সাংবাদিকের ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় অব্যাহতি

এম.আর.মিলন :

চট্টগ্রামের দুই সাংবাদিক ও এক ক্যামেরা পার্সনকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় অব্যাহতি দিয়েছেন আদালত। সোমবার (২০ মে) দুপুরে সাইবার ট্রাইব্যুনাল আদালত চট্টগ্রামের বিচারক জহিরুল কবির তাদের অব্যাহতি দেন।

আসামিপক্ষের আইনজীবী এডভোকেট মোহাম্মদ ফোরকান বলেন,২০২২ সালের ২২ই ডিসেম্বর টুয়েন্টিফোর টিভিতে
পাঁচলাইফ থানা দিন হামজারবাগ এলাকার ‘শাহ আমানত আবাসিক এলাকার জনসাধারণের মানববন্ধন’শিরোনামে সংবাদ প্রকাশের জেরে  আক্তার হোসেন বাদী হয়ে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল আদালতে দায়ের হওয়া মামলায় দুই সাংবাদিক ও এক ক্যামেরা পার্সনকে মহামান্য আদালত অব্যাহতি দিয়েছেন।

সাংবাদিকরা হলেন–১. সাইফুদ্দিন রমিজ (দৈনিক সকালের সময়) মাল্টিমিডিয়া চট্টগ্রাম বিভাগের প্রধান। ২.এন এ খোকন
সম্পাদক (মিডিয়া এক্সপ্রেস),৩.তোফাজ্জল হোসেন সাকিব,ক্যামেরা পার্সন,(মিডিয়া এক্সপ্রে)।

প্রসঙ্গত,উল্লেখ্য,২০২২ সালের ২২ই ডিসেম্বর টুয়েন্টিফোর টিভিতে ‘শাহ আমানত আবাসিক এলাকার জনসাধারণের মানববন্ধন’শিরোনামে সংবাদ প্রকাশের জেরে  আক্তার হোসেন বাদী হয়ে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলা করেন।

Leave A Reply

Your email address will not be published.