Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

চট্টগ্রামে প্রতারক চিকিৎসক পরিবারের বিরুদ্ধে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন ‎

নিজস্ব প্রতিনিধি :
চট্টগ্রামে এক প্রতারক চিকিৎসক পরিবারের বিরুদ্ধে পুলিশের নীরব ভূমিকার প্রতিবাদে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলন করেছেন। শনিবার (৩০ আগস্ট) সকাল ১১ টায় নগরীর কাজীর দেউড়ির অ্যাপোলো শপিং সেন্টারের তৃতীয় তলার ক্যাফে–৩১ এ এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

‎লিখিত বক্তব্যে ভুক্তভোগীদের পক্ষে মোঃ জামশেদ আলম বলেন, দীর্ঘদিন ধরে ডাঃ চিন্ময় বড়ুয়া (ফরেনসিক বিভাগ, চমেক হাসপাতাল), ডাঃ শরমিলা বড়ুয়া (চমেক হাসপাতাল), ডাঃ তন্ময় বড়ুয়া (জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, ঢাকা) ও তাদের পরিবারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ রয়েছে।

তিনি অভিযোগ করেন, তাদের পৈত্রিক সম্পত্তিতে অবস্থিত পাঁচতলা ভবন ‘মায়ার খেলা’ (ঠিকানা: ১৫৬৭/এফ, সি-১, এয়ার মোহাম্মদ স্কুল লেইন, কে.বি আমান আলী রোড, পশ্চিম বাকলিয়া, চট্টগ্রাম) ২০২১ সালের ১১ আগস্ট আইএফআইসি ব্যাংক, খুলশী শাখায় বন্ধক রাখা হয়। কিন্তু বিষয়টি গোপন রেখে পরবর্তীতে একই সম্পত্তি একাধিকজনের কাছে বিক্রি ও পাওয়ার অব অ্যাটর্নি প্রদান করে ভুক্তভোগীদের কাছ থেকে প্রায় অর্ধশত কোটি টাকা হাতিয়ে নেয়।

লিখিত বক্তব্যে জানানো হয়, এ ঘটনায় ইতিমধ্যে প্রায় ১০০–১৫০টি মামলা আদালতে চলমান রয়েছে। এর মধ্যে ৬০–৭০টিরও বেশি গ্রেপ্তারি পরোয়ানা ও সাজা সংক্রান্ত ওয়ারেন্ট জারি রয়েছে। কিন্তু তবুও প্রতারক পরিবারকে এখনো গ্রেপ্তার করা হয়নি।

ভুক্তভোগীরা অভিযোগ করেন, বাকলিয়া থানার ওসির সাথে দেখা করলে তিনি আসামিদের গ্রেপ্তার না করে উল্টো জামিন নেওয়ার জন্য সময় দেওয়ার অনুরোধ করেন, যা ভুক্তভোগীদের আরও হতাশ করেছে।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা চার দফা দাবি উত্থাপন করেন—
‎১. অবিলম্বে প্রতারক পরিবারকে গ্রেপ্তার করা।
২. ভুক্তভোগীদের ক্ষতিপূরণ নিশ্চিত করা।
‎৩. পুলিশের নীরব ভূমিকার ব্যাখ্যা জনসমক্ষে আনা।
‎৪. ভবিষ্যতে যেন কোনো প্রতারক চক্র সাধারণ মানুষকে প্রতারণা করতে না পারে—সে জন্য প্রশাসনিক ও আইনি ব্যবস্থা জোরদার করা।

‎এসময় ভুক্তভোগীরা জানান, প্রতারক পরিবার বিভিন্ন নামে-বেনামে ব্যবসা করছে এবং পাওনাদারদের টাকা ফেরত না দিয়ে উল্টো তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করছে।

‎সংবাদ সম্মেলনে ভুক্তভোগী সোলেমান বাদশা, মোঃ দেলোয়ার মিয়া, ইকবাল, হোসেন, আবদুর রশিদ, মোঃ দেলোয়ার হোসেন, মামুনুর রশিদ, মোঃ শাহ আলম, সেলিম উদ্দিন, শাহ নেওয়াজ সাগর, রুমেন খোকাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.