চট্টগ্রামে প্রাচীন বাংলা গ্রুপের প্রথম বর্ষপূর্তি উদযাপন ও সাধারণ সভা অনুষ্ঠিত
এম আর মিলন(ব্যুরো প্রধান চট্টগ্রাম ) :
চট্টগ্রামে প্রাচীন বাংলা গ্রুপের প্রথম বর্ষপূর্তি উদযাপন ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল রবিবার রাতে নগরীর জেপি কনভেনশন হলে শিশির চৌধুরী সঞ্চালনায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।জাতীয় সংগীত এর পরিবেশন মাধ্যমে এ অনুষ্ঠান শুরু হয়।

তিনি,অর্জিত সাফল্য, চ্যালেঞ্জ এবং কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়াও তিনি কর্মদক্ষতা বৃদ্ধির জন্য কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন এবং সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চটগ্রাম প্রেসক্লাব এর সদস্য সচিব ও আমার দেশ পত্রিকার এর আবাসিক সম্পাদক জাহেদুল করিম কচি।
এ এম মাহবুব চৌধুরী সিনিয়র ভাইস প্রেসিডেন্ট চট্টগ্রাম মেট্রো পলিটন চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি। এডভোকেট মোঃ মফিজুল হক ভূঁইয়া
পিপি,প্রকৌশলী মোঃ আনিসুর রহমান,
মোঃ মাহমুদুল হাসান শামীম, লায়ন মোঃ মাহাতাব উদ্দিন ও মোঃ বেলায়েত হোসেন সহ প্রমুখ।
অনুষ্ঠানে আগত অতিথিরা প্রাচীন বাংলা গ্রুপের প্রশংসা করেন এবং সাফল্য কামনা করেন।